X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

পরীক্ষা না দিয়েও বৃত্তি পেলো এক শিক্ষার্থী

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৮

পরীক্ষা না দিয়েও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৫ম শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হলে ফুলবাড়ী উপজেলার প্রকাশিত তালিকায় ওই শিক্ষার্থীর রোল পাওয়া যায়। অনুপস্থিত ওই শিক্ষার্থীর রোল নম্বর ২৪। সে চর গোরক মন্ডপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। কিন্তু ওই ছাত্র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়নি। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সমালোচনার সৃষ্টি হয়েছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফুলবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্রের ১০১ কক্ষে ২৪ রোল নম্বরধারী শিক্ষার্থীর আসন থাকলেও ওই শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। ফলে কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে অনুপস্থিত দেখিয়ে তালিকা পাঠায়।

এদিকে, সোমবার বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হলে ফুলবাড়ী উপজেলার তালিকায় ৪৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৩৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের তালিকায় অনুপস্থিত শিক্ষার্থীর রোল আসায় উপজেলা শিক্ষা অফিসে তোলপাড় শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই শিক্ষার্থীর বাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরক মন্ডপ এলাকায়। পরীক্ষায় অনুপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেছেন ওই শিক্ষার্থী ও তার অভিভাবক।

শিক্ষার্থীর মা বলেন, ‘আমার ছেলে পরীক্ষায় অংশ নেয়নি। কেমন করি রেজাল্ট আসছে, জানা নাই। আপনাদের কাছে শুনলাম।’

এ ব্যাপারে জানতে চর গোরক মন্ডপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। তবে তিনি স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, সাত পরীক্ষার্থীকে বর্ণনামূলক রোল (ডিআর ভুক্ত) করা হয়েছে। তার মধ্যে তিন জন অনুপস্থিত ছিল। এদের মধ্যে ২৪ রোলধারী শিক্ষার্থীও অনুপস্থিত ছিল।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, ‘একজন শিক্ষার্থীর রোল তালিকায় এসেছে যে পরীক্ষায় অংশ নেয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটি কেন এবং কীভাবে হয়েছে, তা যাচাই করে দেখা হচ্ছে।’

প্রাথমিক শিক্ষা বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রকাশিত ফল ত্রুটিপূর্ণ হওয়ায় ওয়েবসাইট থেকে ফল সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে সংশোধিত ফল প্রকাশ করা হবে।
 
জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রকাশিত ফলে সারাদেশেই কিছুটা সমস্যা হয়েছে বলে জেনেছি। আগামী কয়েকদিনের মধ্যে সংশোধিত ফল প্রকাশ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
এসআই নিয়োগ পরীক্ষার ফলে ভুল রোল, পুলিশের দুঃখ প্রকাশ
ইসলামপুরে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ শিক্ষক বহিষ্কার
গাইবান্ধায় মা-বাবাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘণ্টা পর উদ্ধার
সর্বশেষ খবর
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে
লিবিয়ার ত্রিপোলিতে মিলিশিয়া প্রধান খুন, সংঘর্ষে নিহত ৬
লিবিয়ার ত্রিপোলিতে মিলিশিয়া প্রধান খুন, সংঘর্ষে নিহত ৬
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি