X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

সেতুর সংযোগ সড়কে ধস, দুর্ভোগে দুই ইউনিয়নের মানুষ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
০৯ মে ২০২৩, ১২:৪৪আপডেট : ০৯ মে ২০২৩, ১৩:১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ও বড়পলাশবাড়ী ইউনিয়নের মধ্যবর্তী কুশলডাঙ্গী বাজারে যাওয়ার রাস্তায় তীরনই নদীর উপর নির্মিত সেতুর সংযোগ সড়কের দুপাশ ধসে গেছে। সংযোগ সড়কটি ধস গেলেও সংস্কারের কোনও উদ্যোগ নেয়নি উপজেলা প্রকৌশল অধিদপ্তর। ফলে চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে উপজেলার দুইটি ইউনিয়নের কয়েক হাজার মানুষকে।
 
স্থানীয়রা জানান, আট বছর আগে তীরনই নদীর উপর ৩ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। এতে দুই ইউনিয়নের মানুষের দুর্ভোগ কমেছিল। কিন্তু গত কয়েক বছর ধরে সেতুর পাশে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে ঝুঁকির মুখে পড়েছে সেতুটি।
 
কুশলডাঙ্গী বাজারের ব্যবসায়ী আমিরুল ইসলাম জানান, গত ৩০ এপ্রিল রাতে বৃষ্টিতে সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়ক ধসে গেছে। একটি ইজিবাইক গেলেও যাত্রী নামিয়ে পার করতে হচ্ছে। ট্রাক্টর এবং অন্যান্য বড় গাড়িগুলোকে ৮ কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে বাজারে। 

সেতুর সংযোগ সড়কে ধস
 
বোরো ধান কেটে ট্রলিতে করে নিজ বাড়িতে নিচ্ছেন পারুয়া গ্রামের আজিজুল হক। তিনি জানান, সেতুর সংযোগ সড় ধসে যাওয়ায় শ্রমিক দিয়ে কাঁধে করে বোরো ধান বাড়িতে নিতে হচ্ছে। এর ফলে দুই বিঘা জমির ধান ঘরে তুলতে দ্বিগুণ খরচ করতে হচ্ছে।
 
সেতুর পাশে বাস করা স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র তীরনই নদী থেকে বালু তুলছে। বালু তোলার কারণে সেতু ও আশপাশের আবাদি জমি এবং বাড়িঘর ঝুঁকির মুখে পড়েছে। একাধিবার মৌখিক এবং লিখিতভাবে জানানোর পরেও প্রশাসন পদক্ষেপ নেয়নি।
 
উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান বলেন, ‘সংযোগ সড়কটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।’
 
বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা বলেন, বালু উত্তোলনকারীদের ধরতে লোক পাঠিয়েছিলাম। কিন্তু কাউকে পায়নি। স্থানীয় অফিসে লিখিত অভিযোগ অথবা বালু উত্তোলন করার সময় খবর দিলে অবৈধ বালু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা সম্ভব। আমরা চেষ্টা করছি নদী থেকে কেউ যেন অবৈধভাবে বালু উত্তোলন না করতে পারে।’

/আরআর/
সম্পর্কিত
কাঁধে নিয়ে ওপরে তোলা হয় রোগী, একইভাবে নামানো হয় লাশ
রাতে উত্তরের পথে ১৩ কিলোমিটার গাড়ির ধীরগতি, চরম ভোগান্তি
চট্টগ্রাম থেকে ঘরমুখো মানুষের দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
ঘরে-বাইরে কোমর সমান পানি, কলার ভেলায় অন্তঃসত্ত্বাকে নেওয়া হলো হাসপাতালে
ঘরে-বাইরে কোমর সমান পানি, কলার ভেলায় অন্তঃসত্ত্বাকে নেওয়া হলো হাসপাতালে
রাজনীতিবিদরা সামনে বড় কথা বলে, কিন্তু ভেতরে নেগোসিয়েশন চলে: সারজিস
রাজনীতিবিদরা সামনে বড় কথা বলে, কিন্তু ভেতরে নেগোসিয়েশন চলে: সারজিস
রাজশাহী ও রংপুরের ১৫১ থানায় অনলাইন জিডির কার্যক্রম চালু
রাজশাহী ও রংপুরের ১৫১ থানায় অনলাইন জিডির কার্যক্রম চালু
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
প্রশ্ন উঠছে এটা বন্যা নাকি খেসারত
প্রশ্ন উঠছে এটা বন্যা নাকি খেসারত