X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

সেতুর সংযোগ সড়কে ধস, দুর্ভোগে দুই ইউনিয়নের মানুষ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
০৯ মে ২০২৩, ১২:৪৪আপডেট : ০৯ মে ২০২৩, ১৩:১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ও বড়পলাশবাড়ী ইউনিয়নের মধ্যবর্তী কুশলডাঙ্গী বাজারে যাওয়ার রাস্তায় তীরনই নদীর উপর নির্মিত সেতুর সংযোগ সড়কের দুপাশ ধসে গেছে। সংযোগ সড়কটি ধস গেলেও সংস্কারের কোনও উদ্যোগ নেয়নি উপজেলা প্রকৌশল অধিদপ্তর। ফলে চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে উপজেলার দুইটি ইউনিয়নের কয়েক হাজার মানুষকে।
 
স্থানীয়রা জানান, আট বছর আগে তীরনই নদীর উপর ৩ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। এতে দুই ইউনিয়নের মানুষের দুর্ভোগ কমেছিল। কিন্তু গত কয়েক বছর ধরে সেতুর পাশে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে ঝুঁকির মুখে পড়েছে সেতুটি।
 
কুশলডাঙ্গী বাজারের ব্যবসায়ী আমিরুল ইসলাম জানান, গত ৩০ এপ্রিল রাতে বৃষ্টিতে সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়ক ধসে গেছে। একটি ইজিবাইক গেলেও যাত্রী নামিয়ে পার করতে হচ্ছে। ট্রাক্টর এবং অন্যান্য বড় গাড়িগুলোকে ৮ কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে বাজারে। 

সেতুর সংযোগ সড়কে ধস
 
বোরো ধান কেটে ট্রলিতে করে নিজ বাড়িতে নিচ্ছেন পারুয়া গ্রামের আজিজুল হক। তিনি জানান, সেতুর সংযোগ সড় ধসে যাওয়ায় শ্রমিক দিয়ে কাঁধে করে বোরো ধান বাড়িতে নিতে হচ্ছে। এর ফলে দুই বিঘা জমির ধান ঘরে তুলতে দ্বিগুণ খরচ করতে হচ্ছে।
 
সেতুর পাশে বাস করা স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র তীরনই নদী থেকে বালু তুলছে। বালু তোলার কারণে সেতু ও আশপাশের আবাদি জমি এবং বাড়িঘর ঝুঁকির মুখে পড়েছে। একাধিবার মৌখিক এবং লিখিতভাবে জানানোর পরেও প্রশাসন পদক্ষেপ নেয়নি।
 
উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান বলেন, ‘সংযোগ সড়কটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।’
 
বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা বলেন, বালু উত্তোলনকারীদের ধরতে লোক পাঠিয়েছিলাম। কিন্তু কাউকে পায়নি। স্থানীয় অফিসে লিখিত অভিযোগ অথবা বালু উত্তোলন করার সময় খবর দিলে অবৈধ বালু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা সম্ভব। আমরা চেষ্টা করছি নদী থেকে কেউ যেন অবৈধভাবে বালু উত্তোলন না করতে পারে।’

/আরআর/
সম্পর্কিত
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কট্রাকের দখলে মহাসড়ক, ঈদযাত্রায় ভোগান্তি
শ্রমিকদের অসন্তোষ, যাত্রীদের দুর্ভোগশুরুতেই হোঁচট খেলো গোলাপি বাস
চট্টগ্রামে ওয়াসার পানিতে শেওলা, গ্রাহকদের ক্ষোভ
সর্বশেষ খবর
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
সীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল