X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সরকারি গোডাউন থেকে পাচারের সময় ৫০০ বস্তা সার উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০২৩, ১৮:৫১আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৮:৫৩

দিনাজপুরে সরকারি গোডাউন থেকে পাচারের সময় ৫০০ বস্তা সার উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পাচারে জড়িত সাদেকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সরকারকে বেকায়দায় ফেলতে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে এসব সার পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। 

রবিবার (২৩ জুলাই) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম। এ সময় গ্রেফতার সাদেকুল ইসলামকে হাজির করা হয়। সাদেকুল বোচাগঞ্জ উপজেলার কেরালগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত শামীম নামে আরও একজন পলাতক রয়েছেন। তাদের দুই জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় সাদেকুলকে গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‌‘শনিবার দুপুরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) পুলহাট শাখার সার গোডাউন থেকে ৫০০ বস্তা ইউরিয়া সার পাচারের বিষয়টি জানতে পারে ডিবি পুলিশ। বিকাল সোয়া ৪টার দিকে বোচাগঞ্জ উপজেলার দকচাই মোড়ে ৫০০ বস্তা সারসহ সাদেকুলকে গ্রেফতার করা হয়। এ সময় সাদেকুলের সঙ্গে থাকা শামীম পালিয়ে যান। রবিবার বিকালে সাদেকুলের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

সরকারি সার পাচারের ঘটনায় আরও কয়েকজন জড়িত উল্লেখ করে আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘কীভাবে এসব সার গোডাউন থেকে বের হলো, কোথায় যাচ্ছিল, এসব তদন্ত করে উদঘাটন করা হবে। প্রাথমিকভাবে আমরা জেনেছি, সরকারকে বেকায়দায় ফেলতে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে এসব সার পাচার করা হচ্ছিল। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’

/এএম/
সম্পর্কিত
কিরগিজস্তানে কাজ দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা!
সাবেক এসপি সুব্রত কুমারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট