X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

কুড়িগ্রামে অবৈধ ইটভাটায় অভিযান, ১২ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৩

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিভিন্ন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। এ সময় অনুমোদনহীন ইটভাটার স্থাপনা ও কাচা ইট ভেঙে দেওয়ার পাশাপাশি ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তিনটি ইটভাটায় এই অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদফতরের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনের নেতৃত্বে অভিযানে কুড়িগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। এতে জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উলিপুর উপজেলার আনন্দবাজার এলাকার এমএমবি ইটভাটায় অভিযান চালায় অধিদফতর। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বৈধ কাগজপত্র না থাকায় ভাটার স্থাপনার অংশ বিশেষ গুঁড়িয়ে দেওয়া হয়। সেইসঙ্গে কাঁচা ইট ভেঙে ফেলা হয়। এছাড়া ভাটার মালিককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়।

এমএমবি ইটভাটা মালিকের প্রতিনিধি আব্দুল মোতালেব বলেন, ‘আবেদন করলেও গত তিন বছর ধরে আমাদের ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদফতর। ফলে জেলা প্রশাসন থেকে অনুমোদন পাওয়া সম্ভব হয়নি। এখন কাগজপত্র না থাকায় জরিমানা করা হয়েছে।’

পরে একই উপজেলার সিদ্ধান্ত মালতিবাড়ি ও নিরাশিরপাতার এলাকায় দুটি ইটভাটায় অভিযান চালানো হয়। সিদ্ধান্ত মালতিবাড়ি এলাকার জর্দ্দা হাজির মালিকানাধীন ইটভাটাকে চার লাখ এবং নিরাশিরপাতার এলাকায় এমআরবি ইকো ব্রিকস ভাটাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, ‘ইটভাটাগুলোর বৈধ কাগজপত্র নেই। এজন্য তিন ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। দুটি ভাটার কাঁচা ইট ভেঙে ফেলা হয়েছে।’

রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন বলেন, ‘এই ইটভাটাগুলো আইনের কোনও ধারা অনুসরণ করে স্থাপন করা হয়নি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী এসব ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
দূষণ বন্ধের অভিযানছয় মাসে ২৫ কোটির টাকারও বেশি জরিমানা
কিশোরগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা
নওগাঁয় ধান-চালের গুদামে অভিযান, জরিমানা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক