X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে অবৈধ ইটভাটায় অভিযান, ১২ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৩

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিভিন্ন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। এ সময় অনুমোদনহীন ইটভাটার স্থাপনা ও কাচা ইট ভেঙে দেওয়ার পাশাপাশি ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তিনটি ইটভাটায় এই অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদফতরের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনের নেতৃত্বে অভিযানে কুড়িগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। এতে জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উলিপুর উপজেলার আনন্দবাজার এলাকার এমএমবি ইটভাটায় অভিযান চালায় অধিদফতর। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বৈধ কাগজপত্র না থাকায় ভাটার স্থাপনার অংশ বিশেষ গুঁড়িয়ে দেওয়া হয়। সেইসঙ্গে কাঁচা ইট ভেঙে ফেলা হয়। এছাড়া ভাটার মালিককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়।

এমএমবি ইটভাটা মালিকের প্রতিনিধি আব্দুল মোতালেব বলেন, ‘আবেদন করলেও গত তিন বছর ধরে আমাদের ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদফতর। ফলে জেলা প্রশাসন থেকে অনুমোদন পাওয়া সম্ভব হয়নি। এখন কাগজপত্র না থাকায় জরিমানা করা হয়েছে।’

পরে একই উপজেলার সিদ্ধান্ত মালতিবাড়ি ও নিরাশিরপাতার এলাকায় দুটি ইটভাটায় অভিযান চালানো হয়। সিদ্ধান্ত মালতিবাড়ি এলাকার জর্দ্দা হাজির মালিকানাধীন ইটভাটাকে চার লাখ এবং নিরাশিরপাতার এলাকায় এমআরবি ইকো ব্রিকস ভাটাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, ‘ইটভাটাগুলোর বৈধ কাগজপত্র নেই। এজন্য তিন ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। দুটি ভাটার কাঁচা ইট ভেঙে ফেলা হয়েছে।’

রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন বলেন, ‘এই ইটভাটাগুলো আইনের কোনও ধারা অনুসরণ করে স্থাপন করা হয়নি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী এসব ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে ট্রাম্পকে ৯ হাজার ডলার জরিমানা
বেশি দামে ফ্যান বিক্রি করায় ৫৫ হাজার টাকা জরিমানা
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী