X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

তিস্তায় নৌকাডুবি: বালুচরে শিশুর লাশ, এখনও নিখোঁজ ৫

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ জুন ২০২৪, ১৮:২০আপডেট : ২২ জুন ২০২৪, ১৮:২০

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনার তিন দিন পর নিখোঁজ এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ জুন) সকালে উপজেলার বজরা ইউনিয়নের জিগাবাড়ির চর এলাকা থেকে লাশটি উদ্ধার করে স্থানীয়রা। মৃত ওই শিশুর নাম কুলসুম। সে বজরা ইউনিয়নের সাতালস্কর এলাকার কয়জর আলীর মেয়ে। 

স্থানীয়রা জানায়, ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে তিস্তার তীরবর্তী বালুতে আটকে ছিল শিশুটির লাশ। পরে উদ্ধার করে স্থানীয়রা। তবে নৌকাডুবির ঘটনায় এখনও পাঁচ জন নিখোঁজ আছেন।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থলের বেশ কিছুদূর ভাটি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এখনও এক দম্পতি ও তাদের শিশুসন্তানসহ পাঁচ জন নিখোঁজ রয়েছেন। শনিবার চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চলছে। ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

গত বুধবার (১৯ জুন) সন্ধ্যার দিকে বজরা ইউনিয়নের খামারদামার হাট এলাকার মাঝের চরের কাছে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় নারী ও শিশুসহ ২৫ জন যাত্রী ছিলেন বলে উদ্ধার যাত্রীদের দেওয়া তথ্য থেকে জানা গেছে। উলিপুরের বজরা পুরান বাজার এলাকা থেকে তারা তিস্তা নৌপথে রংপুরের পীরগাছা এলাকার পাওটানা গাবুরারচর গ্রামে ফিরছিলেন তারা। এ সময় খামারদামার হাট মাঝের চরের কাছে নৌকাটি ডুবে যায়। ওই দিন রাতেই ১৮ জনকে জীবিত এবং আয়শা নামে দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত পাঁচ জন।

স্বজনদের দেওয়া তথ্যমতে, নিখোঁজ যাত্রীরা হলেন পশ্চিম বজরার আনিছুর রহমান (৩০), তার স্ত্রী রূপালি বেগম, তাদের মেয়ে আইরিন (৯), ভাগনি হিরা মনি (৯) এবং স্থানীয় বাসিন্দা আজিজুর রহমানের ছেলে শামীম হোসেন (৫)।

/এএম/
সম্পর্কিত
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
ওয়ারীতে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ