কর্মসংস্থান সৃজন করে দ্রুত নিয়োগ, উচ্চ শিক্ষার সুযোগ দান, অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম বাতিল, মেডিক্যাল এডুকেশন বোর্ড স্থাপনসহ চার দাবিতে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও মানববন্ধন করেছেন ডিপ্লোমা চিকিৎসকরা।
সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন আড়াইশ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের ডিপ্লোমা চিকিৎসকরা।
সেখানে বক্তব্য রাখেন- বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোশিয়েশনের সভাপতি ডা. হারুন আল রশিদ, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. হাসান মাহমুদ, বিডিএমপির সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. শিব্বির আহমদ, সহ-সভাপতি অমিত দাস ও মাযহারুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান সরকারের কাছে।