X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

স্কুলের শিক্ষার্থীদের ডেঙ্গু বিষয়ে সচেতন করার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৩, ২০:৪০আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২১:২১

সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু রোগ ঠেকাতে মাধ্যমিক স্তরের সব শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। বুধবার (২৩ আগস্ট) পরিপত্র জারি করে প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠান প্রধান ও মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। 

পরিপত্রে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সব শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ নিয়ে সচেতনতা সৃষ্টি এবং এর প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে একটি প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৩০ আগস্টের মধ্যে দুটি সভা আয়োজন করতে হবে।

প্রকল্প নির্দেশিকা:

শিক্ষার্থীরা ডেঙ্গু রোগের প্রতিকার ও প্রতিরোধমূলক কার্যক্রম বিষয়ে সচেতন হওয়ার অনুশীলনের মাধ্যমে ডেঙ্গু রোগের বিস্তার রোধে বিশেষ ভূমিকা পালনে দক্ষতা অর্জন করবে। ষষ্ট শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা কার্যক্রমে অংশ নেবে। স্বাস্থ্যবিধি ও সতর্কতা অবলম্বন করে শিক্ষার্থীরা এ কার্যক্রম বাস্তবায়ন করবে।

ষষ্ট ও সপ্তম শ্রেণিতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শিক্ষক এবং অষ্ট থেকে দশম শ্রেণিতে বিজ্ঞান বিষয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়নের মূল দায়িত্ব পালন করবেন। শিক্ষকরা শিক্ষার্থীদের দল গঠন, তথ্য সংগ্রহ, তথ্য উপস্থাপন বিষয়গুলো তত্ত্বাবধান করবেন।  

সব শিক্ষক এ কার্যক্রমে সহযোগিতা করবেন। প্রধান শিক্ষক সমন্বয় করবেন। এছাড়া পুরো কার্যক্রম সার্বিকভাবে তত্ত্বাবধান করবেন তিনি।

নির্দেশনা:

১) ঘরবাড়ির আশপাশে কোনও জায়গায় জমা থাকা পানি ৩ দিন পর পর ফেলে দিতে হবে এবং ৩ দিন পর্যন্ত যেন কোথাও পানি জমতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে।

২) ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, কমোড, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা/ নারিকেলের মালা, কন্টেইনার, পানির মটকা, ব্যাটারির সেল, পলিথিন/চিপসের প্যাকেট ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। এসব জিনিস বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে।

৩) কোনও পাত্রের জমা পানি ফেলে দেওয়ার পর পাত্রের গায়ে লেগে থাকা এডিস মশার ডিম অপসারণে পাত্রটি ঘষে পরিষ্কার করতে হবে।

৪) প্রয়োজনীয় ও পরিত্যক্ত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে।

৫) বর্ষাকালে ছাদ বাগানের কোনও টবে যেন পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে।

৬) নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে পানি জমে মশার বংশবিস্তার করে। লিফট স্থাপনের আগ পর্যন্ত এই গর্ত বালি দিয়ে ভরাট করে রাখতে হবে।

৭) নির্মাণাধীন ভবনের নতুন মেঝে কিউরিংয়ে ব্যবহৃত পানিতে কেরোসিন ছড়িয়ে দিলে বা নোভালিউরোন ট্যাবলেট ছিটিয়ে দিলে মশা বংশবিস্তার করতে পারে না।

৯) ওয়াসার পানির মিটারে জমে থাকা পানিতে মশা ডিম পেড়ে বংশবিস্তার করে, পানির মিটারে মাসে একবার নোভালিউরোন ট্যাবলেট প্রয়োগ করতে হবে।

১১) নোভালিউরোন ট্যাবলেটের জন্য সংশ্লিষ্ট মশক নিয়ন্ত্রণকর্মীর সঙ্গে যোগাযোগ করলে বিনামূল্যে সরবরাহ করা হবে।

১২) দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে, শিশুদের ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে দিবেন।

১৩) এডিস মশা শরীরের খোলা জায়গায় কামড়ায়, তাই যতদূর সম্ভব শরীর ঢাকা থাকে এমন পোশাক পরিধান করতে হবে।

১৪) প্রয়োজনে শরীরের অনাবৃত স্থানে মশা নিরোধক ক্রিম লোশন ব্যবহার করতে হবে (মুখমণ্ডল ব্যতীত)।

১৫) সম্ভব হলে জানালা এবং দরজায় মশা প্রতিরোধক নেট লাগাতে হবে, যাতে ঘরে মশা প্রবেশ করতে না পারে।

১৬) বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়, তাই এ সময় অধিক সতর্কতা অবলম্বন করতে হবে।

১৭) কেউ জ্বরে আক্রান্ত হলে কাছের প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র অথবা মাতৃসদন থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করিয়ে নিতে হবে।

নির্দেশনা অনুযায়ী সচেতনতায় শিক্ষার্থীদের করণীয়:

ক) পোস্টার/প্ল্যাকার্ড তৈরি এবং প্রদর্শনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি;

খ) নির্বাচিত স্থান অনুযায়ী পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ;

গ) নিজের বাড়িঘর ডেঙ্গু ঝুঁকিমুক্ত রাখা;

ঘ) নিজের বিদ্যালয়, শ্রেণিকক্ষ ডেঙ্গু ঝুঁকিমুক্ত রাখা;

ঙ) ফলোআপ;

চ) প্রতিবেদন লেখা।

/এসএমএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
স্যালাইনের দাম না বাড়াতে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সর্বশেষ খবর
এগোচ্ছে রাশিয়া, খারকিভের দুটি অঞ্চল থেকে পিছু হটলো ইউক্রেন
এগোচ্ছে রাশিয়া, খারকিভের দুটি অঞ্চল থেকে পিছু হটলো ইউক্রেন
জনসংখ্যা বিষয়ক বৈশ্বিক সংলাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জনসংখ্যা বিষয়ক বৈশ্বিক সংলাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল, প্রকাশ্যে ভোটের জন্য এমপির ‘দুঃখ প্রকাশ’
প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল, প্রকাশ্যে ভোটের জন্য এমপির ‘দুঃখ প্রকাশ’
মায়ের গয়না বন্ধক রেখে প্রথম রেকর্ডার ক্রয়!
মায়ের গয়না বন্ধক রেখে প্রথম রেকর্ডার ক্রয়!
সর্বাধিক পঠিত
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
বিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
যুগপৎ ধারায় আসবে নতুন কর্মসূচিবিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা