X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
তারকার জীবনসঙ্গী যখন সাধারণ কেউ

মানিয়ে নিতে হয়, ব্যাপারটা এমন নয়: সিয়াম

বিনোদন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৯

ভালোবাসা কোনও নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়, এটা ধ্রুব সত্য। কিন্তু একটা দিনে ঘটা করে ভালোবাসতে তো দোষের কিছু নেই। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সেই ভালোবাসার দিন; একই দিনে প্রকৃতিতে লেগেছে ফাগুনের আগুন। ফলে দিনটি বাঙালির কাছে উৎসবমুখর হয়ে উঠেছে। বিশেষ এই দিনে তারকাদের সংসার ও সম্পর্কের গল্প নিয়ে বাংলা ট্রিবিউনের বিশেষ আয়োজন- ‘তারকার জীবনসঙ্গী যখন সাধারণ কেউ’। এ আয়োজনে আমরা শুনতে চেয়েছি সেসব তারকার জীবনসঙ্গীর গল্প, যারা নিজ জগতের বাইরে গিয়ে বাসা বেঁধেছেন।

এই পর্বে রইলো চিত্রনায়ক সিয়াম আহমেদের গল্প... 

সিয়ামের স্ত্রীর নাম শাম্মা রুশাফি অবন্তী। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে চাকরিজীবনও শুরু করেছেন। তবে মা হওয়ার পর আপাতত সংসার আর ছেলে জায়ানকে ঘিরে তার মনোযোগ।

সিয়াম-অবন্তীর প্রেমের শুরুটা ২০১১ সালে। তবে চেনা-পরিচয় আরও বছর দুয়েক আগে থেকেই। টানা সাত বছর চুটিয়ে প্রেমের পর ২০১৮ সালের বিজয় দিবসে, অর্থাৎ ১৬ ডিসেম্বর বিয়ে করেন তারা।

প্রেম থেকে বিয়ে নাকি পারিবারিক আয়োজনের বিয়ে, কোনটা শ্রেয়—এমন প্রশ্ন করা হয় সিয়ামের কাছে। তার উত্তর, ‘যে যেটাতে মানিয়ে নিতে পারে, সেটাই ভালো। বিষয়টা একেকজনের কাছে একেকরকম। কোনটা ভালো, কোনটা মন্দ; এভাবে আসলে বলা যায় না। বোঝাপড়া ভালো হলে প্রত্যেকটা জিনিসেই ইতিবাচক দিক থাকে।’

তারকা হিসেবে শোবিজ জগতের নানাবিধ ব্যস্ততায় ডুবে থাকতে হয় সিয়ামকে। স্বাভাবিকভাবেই ইচ্ছেমতো সময় দিতে পারেন না স্ত্রীকে। সেক্ষেত্রে সংসার-সম্পর্কে কীভাবে মানিয়ে নেন? সিয়াম বললেন, ‘মানাতে হয়, ব্যাপারটা এমন নয়। আমার পেশা সম্পর্কে সে জানে, প্রথম থেকেই দেখে এসেছে। তো তার দিক থেকে সেই সাপোর্ট সবসময় থাকে। জীবনসঙ্গীর এই সাপোর্ট না থাকলে যে কারোর জন্যই কাজ করা কঠিন। এজন্য বাসার সবদিক সে সামলায়; আর আমি বাইরের কাজ, যেটা আমার পেশা সেখানে মনোযোগ দেই। তাই আমার প্রতি কাজেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার সমর্থন থাকে।’

সিয়াম ও অবন্তী দম্পতি ভালোবাসার বিশেষ দিনে প্রিয়তমা স্ত্রীর জন্য অনেক কিছুই ভেবে রেখেছেন সিয়াম। তবে তা প্রকাশ করতে চান না সবার কাছে। একান্ত নিজেদের মধ্যেই রাখতে চান ভালোবাসার মুহূর্তগুলো।

তবু স্ত্রীর জন্য কিছু কথা না বললেই নয়। সেটা এরকম, ‘যে সাপোর্ট সে (অবন্তী) আমাকে করেছে এবং এখনও করে যাচ্ছে, অবশ্যই আমি সেটার প্রশংসা করি। এখন তার বেশিরভাগ সময় আমাদের ছেলে জায়ানকে সামলাতেই চলে যায়। নিজের জন্য সময় পায় না। নিজের কাজ ও জীবন বিলিয়ে দিয়ে সন্তানকে বড় করে তোলা, এটা অনেক বড় কম্প্রোমাইজ। এজন্য আমি তার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো।’

বলা প্রয়োজন, ২০২২ সালের ২৬ এপ্রিল সিয়াম-অবন্তীর ঘর আলো করে এসেছে পুত্রসন্তান জোরাইজ আহমেদ জায়ান।

/কেআই/এমএম/এমওএফ/
টাইমলাইন: তারকার জীবনসঙ্গী যখন সাধারণ কেউ
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৪
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১২
মানিয়ে নিতে হয়, ব্যাপারটা এমন নয়: সিয়াম
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩১
সম্পর্কিত
তুমুল নেচেছেন মেহজাবীন!
তুমুল নেচেছেন মেহজাবীন!
সিয়াম-শম্পার ভালোবাসার গল্পটা এমন হবে, ভাবেনি কেউ!
সিয়াম-শম্পার ভালোবাসার গল্পটা এমন হবে, ভাবেনি কেউ!
একটি বাস, ৫০ লাখ টাকা ও কিছু রহস্য (ভিডিও) 
একটি বাস, ৫০ লাখ টাকা ও কিছু রহস্য (ভিডিও) 
দেশি নায়কদের নাচের উপলক্ষ যখন শাহরুখ খান!
দেশি নায়কদের নাচের উপলক্ষ যখন শাহরুখ খান!
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!