X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

অ্যামাজনে সেনা পাঠাচ্ছে ব্রাজিল

বিদেশ ডেস্ক
১২ মে ২০২০, ০৪:৪৬আপডেট : ১২ মে ২০২০, ১০:৫৬

অ্যামাজন বনাঞ্চল ধ্বংস ঠেকাতে রেইনফরেস্ট এলাকায় সেনা মোতায়েন শুরু করছে ব্রাজিল। সোমবার দেশটির ভাইস প্রেসিডেন্ট হ্যামিলটন মুয়ারাও জানিয়েছেন, এই বছর দাবানলের সময় ঘনিয়ে আসার আগেই সেনা মোতায়েন করা হচ্ছে। বেসামরিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিবেশ ধ্বংসের অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে সেনা সদস্যরা কাজ করবে বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছরের তুলনায় প্রায় তিন মাস আগে এবারে সেনা পাঠানোর উদ্যোগ নিয়েছে ব্রাজিল। অ্যামাজনে সেনা পাঠাচ্ছে ব্রাজিল

পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অক্সিজেনের ২০ শতাংশেরই উৎপত্তি অ্যামাজনে। গবেষকদের মতে এই বন প্রতিবছর ২০০ কোটি মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে। সে কারণে একে ডাকা হয়ে থাকে ‘পৃথিবীর ফুসফুস’ নামে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হারকে ধীর করতে অ্যামাজনের ভূমিকাকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয়। তবে গত বছর এই বনাঞ্চলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মাত্রায় দাবানল লাগে। পরিবেশবাদীদের অভিযোগ প্রেসিডেন্ট জইর বলসোনারোর সরকারের বাণিজ্যপন্থী নীতির কারণেই আগুন দিয়ে বন ধ্বংসের ঘটনা বেড়ে যায়। গত ১১ বছরের মধ্যে ওই বছর বন ধ্বংসের হার ছিলো সর্বোচ্চ।

গত শুক্রবার ব্রাজিল সরকারের প্রকাশিত তথ্যে দেখা গেছে এ বছরের প্রথম চার মাসে গত বছরের একই সময়ের তুলনায় বন ধ্বংসের পরিমাণ ৫৫ শতাংশ বেড়েছে। এই সময়ে ব্রাজিলের প্রায় এক হাজার ২০২ বর্গ কিলোমিটার বন ধ্বংস হয়েছে।

সোমবার মন্ত্রীদের পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিলটন মুয়ারাও জানান, বলিভিয়ার সীমান্তবর্তী রনডোনিয়া প্রদেশে জাতীয় বন রক্ষায় পুলিশ, পরিবেশবাদী কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে সেনাবাহিনী।  

প্রতিরক্ষামন্ত্রী ফার্নান্দো আজেভেদো ই সিলভা জানান, অ্যামাজনের তিনটি শহরে অপারেশনাল ঘাঁটি বানানো হচ্ছে। অবৈধ কাঠ পাচারসহ অন্য অপরাধের বিরুদ্ধে অভিযান চালাতে এসব ঘাঁটিতে তিন হাজার আটশো সেনা মোতায়েন করা হবে বলে জানান তিনি। এতে প্রাথমিকভাবে এক কোটি ৩২ লাখ ডলার খরচ হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বছর অ্যামাজন বনাঞ্চলে অস্বাভাবিক দাবানল শুরুর পর ব্রাজিল সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা জোরালো হয়। এর জেরে তখন দাবানল ও বন ধ্বংস ঠেকাতে সশস্ত্র বাহিনী মোতায়েন করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। আর গত বছরের তুলনায় এই বছর প্রায় তিন মাস আগে ওই অঞ্চলে সেনা পাঠানো হচ্ছে। সেনা মোতায়েনে গত সপ্তাহে একটি ডিক্রি জারি করেন প্রেসিডেন্ট বলসোনারো।

/জেজে/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ফাঁদ পেতে দমকলকর্মীদের ওপর হামলা, নিহত ২
জোহরান মামদানি কি একজন কমিউনিস্ট?
নিরাপত্তা পরিষদে মুখ ফসকে ‘ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে’ বললেন মার্কিন দূত
সর্বশেষ খবর
বরগুনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
বরগুনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
যুক্তরাষ্ট্র যাচ্ছেন নেতানিয়াহু, গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের তোড়জোড়
যুক্তরাষ্ট্র যাচ্ছেন নেতানিয়াহু, গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের তোড়জোড়
আরও ১৩ জনের করোনা শনাক্ত
আরও ১৩ জনের করোনা শনাক্ত
সুনামগঞ্জে ধর্ষণ মামলায় কারাগারে পুলিশ সদস্য
সুনামগঞ্জে ধর্ষণ মামলায় কারাগারে পুলিশ সদস্য
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট