X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

জরুরি অবস্থা নিয়ে আলোচনায় বসছেন মালয়েশিয়ার শাসকেরা

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২০, ১৭:৫২আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১১:২১

প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের দেওয়া প্রস্তাব নিয়ে সুলতানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন মালয়েশিয়ার রাজা আল-সুলতান আবদুল্লাহ। শনিবার (২৪ অক্টোবর) রাজপ্রাসাদের এক ঘোষণায় এক কথা জানানো হলেও আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি। তবে দেশটির সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী আগের দিন রাজার সঙ্গে সাক্ষাৎ করে দেশে জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জরুরি অবস্থা নিয়ে আলোচনায় বসছেন মালয়েশিয়ার শাসকেরা

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী শুক্রবার মুহিদ্দিন রাজার সঙ্গে দেখা করে এমন প্রস্তাব উত্থাপন করেন যা থেকে পার্লামেন্ট বাতিল হয়ে যেতে পারে। সম্ভাব্য এই পদক্ষেপের ব্যাপক নিন্দা জানিয়েছেন দেশটির বিরোধী রাজনীতিবিদেরা।

শনিবার রাজপ্রাসাদের তত্ত্বাবধায়ক আহমেদ ফাদিল সামসুদ্দিন এক বিবৃতিতে জানান, রাজা শিগগিরই দেশের অন্য শাসকদের সঙ্গে বৈঠক করবেন। তবে মুহিদ্দিনের প্রস্তাব নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

গত মার্চে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই পার্লামেন্টের ২২২ সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন থাকা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন মুহিদ্দিন ইয়াসিন। বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম গত সপ্তাহে নিজে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করলে তার ওপর আরও চাপ বৃদ্ধি পায়।

রাজনৈতিক এই অস্থিরতার পাশাপাশি নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মোকাবিলা করতেও হিমশিম খাচ্ছে মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ২৪ হাজারের বেশি, যা এক মাস আগের চেয়ে দ্বিগুণেরও বেশি। গত সপ্তাহ প্রতিদিন সাতশ’ থেকে আটশ’ জন করে আক্রান্ত শনাক্ত হয়েছে। শুক্রবার একদিনেই দেশটিতে দশ জনের মৃত্যু হয়েছে।

বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম বলেছেন জরুরি অবস্থা ঘোষণার খবরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। এক বিবৃতিতে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। কিন্তু সরকার যখন নিজেই হুমকির কারণ তখন জরুরি অবস্থা ঘোষণা স্বৈরতন্ত্র ও কর্তৃত্বতন্ত্রের দিকে যাওয়া ছাড়া আর কিছু নয়।

শুক্রবার রাজার সঙ্গে সাক্ষাতের আগে জরুরি বৈঠকে বসে প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের মন্ত্রিসভা। ওই বৈঠকে পুলিশ প্রধান ও সশস্ত্র বাহিনীর প্রধানও উপস্থিত ছিলেন। বৈঠকের পর দুই ঘণ্টা ফ্লাইট পাড়ি  দিয়ে রাজার সঙ্গে সাক্ষাৎ করে মুহিদ্দিন।

মালয়েশিয়ান বার কাউন্সিলের সাবেক সাত সভাপতি এক খোলা চিঠিতে বলেছেন, করোনার আগের ঢেউ মোকাবিলায় মালয়েশিয়ার সাফল্য প্রমাণ করে বিদ্যমান আইন দিয়েই সংক্রমণের পরবর্তী ঢেউ মোকাবিলা সম্ভব। সরকারকে পরিস্থিতি পুনরায় বিবেচনার আহ্বান জানিয়ে ওই চিঠিতে বলা হয়, ‘দেশে কোনও সহিংসতা কিংবা নিরাপত্তা হুমকি নেই।‘

আগামী ২ নভেম্বর মালয়েশিয়ার পার্লামেন্টের পরবর্তী অধিবেশন শুরুর কথা রয়েছে। আর ৬ নভেম্বর বাজেট উপস্থাপনের কথা রয়েছে। আর সেটিই হবে সরকারের জন্য প্রথম পরীক্ষা। সরকার বাজেট পাস করতে ব্যর্থ হলে তা অনাস্থা ভোট হিসেবে বিবেচিত হবে আর এর জেরে সাধারণ নির্বাচন অনুষ্ঠান হতে পারে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
উ. কোরীয় সাঁজোয়া যানের বিকাশের উচ্চকিত প্রশংসা করলেন কিম
যুক্তরাষ্ট্রগামী আইফোন তৈরি হবে ভারতে: অ্যাপল
ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০ 
সর্বশেষ খবর
আইজল বিমানবন্দরে কুকি-চিন সমর্থক দুই বাংলাদেশি-মার্কিন আটকের দাবি
আইজল বিমানবন্দরে কুকি-চিন সমর্থক দুই বাংলাদেশি-মার্কিন আটকের দাবি
এখনও উদ্ধার হয়নি প্রকাশ্যে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া পল্লি চিকিৎসক
ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমেএখনও উদ্ধার হয়নি প্রকাশ্যে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া পল্লি চিকিৎসক
আয়কর ফাঁকিবাজদের নজরদারিতে আনছে এনবিআর
আয়কর ফাঁকিবাজদের নজরদারিতে আনছে এনবিআর
অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়নে কমিটি করেছে সরকার
অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়নে কমিটি করেছে সরকার
সর্বাধিক পঠিত
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?