X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ফিলিপাইন-তাইওয়ান থেকে চীন অভিমুখে টাইফুন ডকসুরি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৩, ১১:০০আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১১:৪৩

ফিলিপাইনের পর দক্ষিণ তাইওয়ানে বৃহস্পতিবার আঘাত হেনেছে টাইফুন ডকসুরি। এতে দ্বীপটিতে প্রচণ্ড বাতাস ও বৃষ্টি দেখা দেয়। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণ হারান অন্তত ছয়জন। শুক্রবার সকালে ঝড়টি চীনের দক্ষিণাঞ্চলে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তাইওয়ানের আবহাওয়া ব্যুরো বলছে, ঝড়টি শক্তিশালী টাইফুন। বৃহস্পতিবার সকালে ঘণ্টায় সর্বোচ্চ ১৯১ কিলোমিটার (১১৮ মাইল) বাতাসের সঙ্গে দক্ষিণ তাইওয়ান প্রণালির দিকে এটি অগ্রসর হয়।

বুধবার উত্তর ফিলিপাইনের উপকূলরেখায় আঘাত হানার পর থেকে ডকসুরি দুর্বল হতে থাকে। এর প্রভাবে নিচু গ্রাম প্লাবিত হয়েছে, কয়েক ডজন ভূমিধসও ঘটেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বেঙ্গুয়েট প্রদেশের বুগুইয়াস শহরে ভূমিধসে বাড়ির নিচে চাপা পড়ে মাসহ ৩ সন্তানের মৃত্যু হয়েছে। আশের শহর বাগুইওতে ভারী বৃষ্টিতে মাটিতে ফাটল দেখা দিলে ১৭ বছর বয়সী কিশোর চাপা মারা যায়।এ ছাড়া ইসাবেলা প্রদেশে সাইকেলে চেপে রুটি বিক্রি করা এক নারী নারকেল গাছ চাপায় মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

তাইওয়ানে বৃহস্পতিবার আবহাওয়া ব্যুরো দ্বীপের দক্ষিণ অংশের জন্য বাতাস এবং বৃষ্টির সতর্কতা জারি করেছে। প্রধান বন্দর শহর কাওশিউং-এ সতর্কতা জারি করা হয়েছে ভূমিধসের।

পরিস্থিতি বিবেচনায় দ্বীপের সব অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত করা হয়েছে। কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল হয়েছে। দক্ষিণ এবং পূর্ব তাইওয়ানের মধ্যে রেল পরিষেবা বন্ধ আছে।

এ ছাড়া সতর্কতা হিসেবে চার হাজার জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে; তাদের বেশিরভাগই পাহাড়ী দক্ষিণ এবং পূর্ব তাইওয়ানের বাসিন্দা। এসব এলাকায় প্রায় ০.৭ মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও এক মিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে।

ঝড়টি তাইওয়ানজুড়ে ১৫ হাজারের বেশি পরিবারের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিলেও বেশিরভাগই ঠিক করা হয়েছে।  

কাওশিউং শহরের মেয়র চেন চি-মাই বুধবার গভীর রাতে একটি ফেসবুক পোস্টে লেখেন, ‘টাইফুন ডকসুরিকে পাত্তা না দেওয়া ঠিক হবে না।’

এদিকে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র বুধবার টাইফুন সতর্কতা বাড়িয়েছে। সতর্কতাকে তারা কমলা থেকে লালে উন্নীত করেছে।

কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লোকজনকে খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র এবং মোমবাতি সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে।

গুয়াংডং প্রদেশে ১৭ জুলাই সন্ধ্যায় টাইফুন তালিমের আঘাতের পর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ডকসুরি আছড়ে পড়তে যাচ্ছে চীনে।

সূত্র: আল জাজিরা  

 

/এসপি/
সম্পর্কিত
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বড় বিনিয়োগের পথে পোল্যান্ড
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?