X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

ফিলিপাইন-তাইওয়ান থেকে চীন অভিমুখে টাইফুন ডকসুরি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৩, ১১:০০আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১১:৪৩

ফিলিপাইনের পর দক্ষিণ তাইওয়ানে বৃহস্পতিবার আঘাত হেনেছে টাইফুন ডকসুরি। এতে দ্বীপটিতে প্রচণ্ড বাতাস ও বৃষ্টি দেখা দেয়। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণ হারান অন্তত ছয়জন। শুক্রবার সকালে ঝড়টি চীনের দক্ষিণাঞ্চলে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তাইওয়ানের আবহাওয়া ব্যুরো বলছে, ঝড়টি শক্তিশালী টাইফুন। বৃহস্পতিবার সকালে ঘণ্টায় সর্বোচ্চ ১৯১ কিলোমিটার (১১৮ মাইল) বাতাসের সঙ্গে দক্ষিণ তাইওয়ান প্রণালির দিকে এটি অগ্রসর হয়।

বুধবার উত্তর ফিলিপাইনের উপকূলরেখায় আঘাত হানার পর থেকে ডকসুরি দুর্বল হতে থাকে। এর প্রভাবে নিচু গ্রাম প্লাবিত হয়েছে, কয়েক ডজন ভূমিধসও ঘটেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বেঙ্গুয়েট প্রদেশের বুগুইয়াস শহরে ভূমিধসে বাড়ির নিচে চাপা পড়ে মাসহ ৩ সন্তানের মৃত্যু হয়েছে। আশের শহর বাগুইওতে ভারী বৃষ্টিতে মাটিতে ফাটল দেখা দিলে ১৭ বছর বয়সী কিশোর চাপা মারা যায়।এ ছাড়া ইসাবেলা প্রদেশে সাইকেলে চেপে রুটি বিক্রি করা এক নারী নারকেল গাছ চাপায় মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

তাইওয়ানে বৃহস্পতিবার আবহাওয়া ব্যুরো দ্বীপের দক্ষিণ অংশের জন্য বাতাস এবং বৃষ্টির সতর্কতা জারি করেছে। প্রধান বন্দর শহর কাওশিউং-এ সতর্কতা জারি করা হয়েছে ভূমিধসের।

পরিস্থিতি বিবেচনায় দ্বীপের সব অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত করা হয়েছে। কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল হয়েছে। দক্ষিণ এবং পূর্ব তাইওয়ানের মধ্যে রেল পরিষেবা বন্ধ আছে।

এ ছাড়া সতর্কতা হিসেবে চার হাজার জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে; তাদের বেশিরভাগই পাহাড়ী দক্ষিণ এবং পূর্ব তাইওয়ানের বাসিন্দা। এসব এলাকায় প্রায় ০.৭ মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও এক মিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে।

ঝড়টি তাইওয়ানজুড়ে ১৫ হাজারের বেশি পরিবারের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিলেও বেশিরভাগই ঠিক করা হয়েছে।  

কাওশিউং শহরের মেয়র চেন চি-মাই বুধবার গভীর রাতে একটি ফেসবুক পোস্টে লেখেন, ‘টাইফুন ডকসুরিকে পাত্তা না দেওয়া ঠিক হবে না।’

এদিকে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র বুধবার টাইফুন সতর্কতা বাড়িয়েছে। সতর্কতাকে তারা কমলা থেকে লালে উন্নীত করেছে।

কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লোকজনকে খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র এবং মোমবাতি সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে।

গুয়াংডং প্রদেশে ১৭ জুলাই সন্ধ্যায় টাইফুন তালিমের আঘাতের পর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ডকসুরি আছড়ে পড়তে যাচ্ছে চীনে।

সূত্র: আল জাজিরা  

 

/এসপি/
সম্পর্কিত
গাজায় ত্রাণ লুটের দায়ে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করলো হামাস
গাজা ‘দখলের’ পরিকল্পনা ইসরায়েলের
দিল্লির লালকেল্লার মালিকানা দাবিতে আদালতে মুঘল বংশধর সুলতানা
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ লুটের দায়ে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করলো হামাস
গাজায় ত্রাণ লুটের দায়ে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করলো হামাস
পুলিশ ধরার পর নিজেকে জামায়াত কর্মী বললেন কৃষকলীগ নেতা
পুলিশ ধরার পর নিজেকে জামায়াত কর্মী বললেন কৃষকলীগ নেতা
হাসপাতালে বসে মামলার বাদীকে হুমকির অভিযোগ
হাসপাতালে বসে মামলার বাদীকে হুমকির অভিযোগ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল