X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

আগ্রাসনকারী সবসময় ব্যর্থ হয়: তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬

চীনকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ইঙ্গিত দিলো তাইওয়ান। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস দেখিয়েছে যে আগ্রাসন ও দখলদারি মনোভাব কখনও সফল হয় না। তাইওয়ানের দখল নেওয়া সংক্রান্ত বেইজিংয়ের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষাপটে এ কথা বলেছে তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০তম বার্ষিকী পূরণ হতে যাচ্ছে। ইতিহাস সাক্ষী, আগ্রাসন ও দখলদারি প্রচেষ্টা কখনও সফল হয় না। কিন্তু তারপরও চীনা সামরিক বাহিনী সম্প্রতি একই ভুলের পুনরাবৃত্তি করছে। এভাবে তারা নিজেদেরই পরাজয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তাইওয়ানের অভিযোগ, ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে চীন। তারা এখন বৈশ্বিক সম্প্রদায়ের বৃহত্তম দুষ্কৃতকারী।

বৃহস্পতিবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করছে তাইওয়ান। আজ নয়তো কাল, তাদের অবশ্যই চীন দখল করে নেবে।

গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে বরাবরই নিজের এলাকা দাবি করে আসছে বেইজিং। এদিকে, তাইপেইর অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের আঞ্চলিক সীমানায় সামরিক কার্যক্রমের মাত্রা বৃদ্ধি করেছে চীন। সেই ধারাবাহিকতাতেই রুটিন মহড়ার নামে চলতি সপ্তাহেও তাইওয়ানের দক্ষিণ পশ্চিম উপকূলে মহড়া চালিয়েছে তারা।

বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখান করে তাইপে বলে আসছে, তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণে অধিকার রয়েছে কেবল সেখানের জনগণের।

১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর দুবছর আগে চীনে সামরিক আগ্রাসন চালায় জাপান। ইতিহাসের এই ঘটনা চীন ও তাইওয়ান উভয় পাশেই খুবই স্পর্শকাতর বিষয় হয়ে রয়েছে। সে সময় চীনের পরিচয় ছিল রিপাবলিক অব চায়না। এই সরকারই পরে মাও সে তুংয়ের কম্যুনিস্ট বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে পরাজিত হয়ে তাইওয়ান গিয়ে আশ্রয় নেয়।

/এসকে/
সম্পর্কিত
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
ভারতের গোয়ায় মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার
কোচিং থেকে বিরতি নেবেন গার্দিওলা!
কোচিং থেকে বিরতি নেবেন গার্দিওলা!
‘আ.লীগের পুনর্বাসন মানবো না’, হেফাজতের মহাসমাবেশে হাসনাত
‘আ.লীগের পুনর্বাসন মানবো না’, হেফাজতের মহাসমাবেশে হাসনাত
হেফাজতের সমাবেশ: টিএসসিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কর্মীরা
হেফাজতের সমাবেশ: টিএসসিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কর্মীরা
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে