X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সভাপতিকে বরখাস্তের ইচ্ছা নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ০৯:৪০আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৪০

মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের (ফেডারেল রিজার্ভ বা ফেড) প্রধান জেরোম পাওয়েলকে নিয়ে সুর কিছুটা নরম করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুদের হার না কমানোর কারণে পাওয়েলকে তীব্র কটাক্ষের পাশাপাশি বরখাস্তের হুমকিও দিয়েছিলেন ট্রাম্প। তবে মঙ্গলবার (২২ এপ্রিল) তিনি বলেছেন, আপাতত তেমন কিছু করতে চাচ্ছেন না তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমার তরফ থেকে পাওয়েলকে বরখাস্ত করার ইচ্ছা নেই। আমি কেবল চাই, সুদের হার কমাতে তিনি আরও একটু সক্রিয় ভূমিকা নিন।

ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনে শেয়ারবাজারে তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দেখা দেয়। মঙ্গলবার সন্ধ্যায় লেনদেন পুনরায় শুরু হলে ইকুইটি সূচকের ফিউচার প্রায় ২ শতাংশ বেড়ে যায়। অথচ সোমবার, সুদের হার আরও কমানোর জন্য পাওয়েলকে নিয়ে ট্রাম্পের বাক্যবাণ ও স্বভাবসুলভ হুমকি ধামকিতে স্টক, বন্ড এবং মার্কিন ডলারের মূল্য একযোগে পড়তে শুরু করেছিল।

আন্তর্জাতিক বিনিয়োগ পরামর্শক সংস্থা এভারকোর আইএসআই-এর সহ-সভাপতি কৃষ্ণ গুহ বলেছেন, পাওয়েলকে নিয়ে ট্রাম্পের সুর পরিবর্তনের পুরো বিষয়টি পূর্বপরিকল্পিত হতে পারে। আবার এমনও হতে পারে, সোমবার বাজারের অবস্থা দেখে প্রশাসন কিছুটা অনুমান করতে পেরেছে, তাকে বরখাস্ত করার পরিণতি কী হতে পারে। তবে যেটাই হোক, পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নিয়েছে।

গত সপ্তাহে সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, পাওয়েলকে যত দ্রুত সম্ভব অপসারণ করা উচিত। এমনকি তাকে ‘চরম ব্যর্থ একজন ব্যক্তি’ বলে আক্রমণও করেন মার্কিন প্রেসিডেন্ট। এর প্রভাবে শেয়ারবাজারে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। কারণ বিনিয়োগকারীরা ফেডের স্বাধীনতাকে বিশ্ব আর্থিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখেন।

তবে বরখাস্ত নিয়ে হুমকি ধামকিতে একটি ক্ষান্ত দিলেও ফেডের নীতি নির্ধারণ নিয়ে নিজের অসন্তুষ্টি প্রকাশ করতে ভোলেননি ট্রাম্প। তিনি বলেছেন, আমরা মনে করি, সুদের হার কমানোর এখনই মোক্ষম সময়। আমরা চাই, দেরি করে সঠিক পদক্ষেপ নেওয়ার বদলে আমাদের ফেড সভাপতি যেন সঠিক সময়ে বা সম্ভব হলে তার আগেই ব্যবস্থা নেন।

/এসকে/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতে আতঙ্কসীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের