X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শুরু, রাজ্যজুড়ে উত্তেজনা

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৬, ১৪:৩৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৪:৩৭
image

ভোটকেন্দ্রে ভোটারদের লাইন প্রথম দফার পর আজ (১৭ এপ্রিল) শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। রাজ্যজুড়ে বিরাজ করছে ব্যাপক নির্বাচনি উত্তেজনা। দ্বিতীয় দফায় ৭টি জেলায় মোট ৫৬টি বিধানসভা আসনে ভোটগ্রহণ করা হচ্ছে আজ। এর মধ্যে আলিপুরদুয়ারে ৫টি, জলপাইগুড়িতে ৭টি, দার্জিলিংয়ে ৬টি, উত্তর দিনাজপুরে ৯টি, দক্ষিণ দিনাজপুরে ৬টি, মালদহে ১২টি, বীরভূমে ১১টি আসনে ভোটগ্রহণ চলছে। সরকারি দল, বিরোধী দল, উভয় পক্ষই নির্বাচনে জয়ী হতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন।
আরও পড়ুন: ওবামাকে ‘ভণ্ড’ বললেন লন্ডনের মেয়র বরিস জনসন

দ্বিতীয় দফায় রাজ্যে মোট ভোটারের সংখ্যা এক কোটি ২১ লাখ ৭৪ হাজার ৯৪৭ জন। মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ১৩ হাজার ৬৪৫টি। এই দফায় মোট ৩৮৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৩৩ জন।
আসনগুলোতে মূলত বাম-কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূল, বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থীদের লড়াই হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে ভোট শুরুর পরপরই বীরভূম জেলার বেশ কয়েকটি স্থানে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে জাল ভোট, বিরোধী দলের এজেন্টদের পেটানোসহ একাধিক অভিযোগ উঠেছে। উত্তরবঙ্গ মোটের উপর শান্তিপূর্ণ থাকলেও তৃণমূল নেতা ও মুখ্যমন্ত্রীর প্রিয়ভাজন অনুব্রত মণ্ডলের এলাকা বীরভূম সকাল থেকেই উত্তপ্ত। বোলপুর আর ইলামবাজারে বিরোধী দলের দুই এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। নানুর এবং দুবরাজপুরে অনেকগুলি ভোটকেন্দ্রে বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৮, জরুরি অবস্থা জারি

নির্বাচনি সহিংসতায় আহত বোলপুর থেকেই প্রথম সহিংসতার খবর এসেছে এ দিন সকালে। বিজেপি-র এক পোলিং এজেন্টকে সেখানে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এর পর ইলামবাজারেও একই ঘটনা। সেখানে আক্রান্ত হন বামপন্থীদের এজেন্ট। তাঁরও মাথা ফাটিয়ে দেওয়া হয়। তবে ইলামবাজারে শুধু ওই একটি বুথে নয়, অশান্তি ছড়ায় অনেকগুলি বুথে। মোট ৬ জন বিজেপি কর্মী ও ২ জন বাম কর্মী আক্রান্ত হন। সবকটি ক্ষেত্রেই অভিযোগের তীর তৃণমূলের দিকে। নির্বাচন কমিশন অবশ্য ইলামবাজারে কড়া পদক্ষেপ নিয়েছে। বিরোধীদের উপর হামলার ঘটনায় ৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। নানুরের বেশ কিছু বুথেও বিরোধীদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষ হয়েছে দুবরাজপুরেও। সেখানকার অন্তত ১২টি বুথে বসতে দেওয়া হয়নি কোনও বিরোধী দলের এজেন্টকে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সম্পদ বিক্রি করে দেওয়ার হুমকি সৌদি আরবের

ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়ের অভিযোগ, ‘ওই ১২টি বুথে তৃণমূল অবাধে ছাপ্পা ভোট দিচ্ছে। ওই এলাকার অবজার্ভার এবং পুলিশ অবজার্ভারকে একাধিক বার ফোনে যোগাযোগ করার চেষ্টা হয়েছে। কিন্তু সকাল থেকেই তাদের ফোন বন্ধ।’ দুবরাজপুরের কাঁকরতলায় এ দিন বামেদের এক এজেন্টকে অপহরণ করার অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় সংঘর্ষ ছাড়া উত্তরবঙ্গে গোলমালের খবর খুব বেশি নেই। তবে মালদহের ইংরেজবাজারে বিধানসভা কেন্দ্রের ১৬৩ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। উত্তর দিনাজপুরে রায়গঞ্জে নির্বাচনে তৃণমূল ব্যাপক সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। সেখানে ভোটগ্রহণ শুরুর আগেই কংগ্রেসের একটি ক্যাম্প অফিসে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকজন কংগ্রেস কর্মীর বাড়িতেও। রায়গঞ্জের সেবকপল্লীতে আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কংগ্রেস কর্মীদের শাসিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

/এসএ/বিএ/

সম্পর্কিত
অরুণাচলের সীমান্তবর্তী স্থানের চীনা নামকরণ প্রত্যাখ্যান ভারতের
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে অস্বস্তিতে ভারত
সর্বশেষ খবর
সাংবাদিকতার চিরাচরিত ধারণাকে পাল্টে দিচ্ছে মোজো: কাদের গনি
সাংবাদিকতার চিরাচরিত ধারণাকে পাল্টে দিচ্ছে মোজো: কাদের গনি
‘জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সিদ্ধান্ত নেবে দেশ কোনদিকে এগোবে’
‘জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সিদ্ধান্ত নেবে দেশ কোনদিকে এগোবে’
ভোলায় একজনকে পিটিয়ে হত্যার ১০ বছর পর চার জনের যাবজ্জীবন
ভোলায় একজনকে পিটিয়ে হত্যার ১০ বছর পর চার জনের যাবজ্জীবন
সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেট বন্ধ হচ্ছে, চলবে পুলিশি অভিযান
সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেট বন্ধ হচ্ছে, চলবে পুলিশি অভিযান
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ