X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

চীনপন্থি কম্বোডিয়া সফরে যাবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২৪, ১৮:১৬আপডেট : ২৫ মে ২০২৪, ১৮:১৬

চীনের ঘনিষ্ঠ বন্ধু দেশ কম্বোডিয়া সফরে যেতে পারেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তার এই আনুষ্ঠানিক সফরে যাওয়ার বিষয়ে শুক্রবার (২৪ মে) জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সিঙ্গাপুরে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে চীনা প্রতিপক্ষের সঙ্গে আলোচনার পর এই সফরে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আগামী সপ্তাহে সিঙ্গাপুর, কম্বোডিয়া ও ফ্রান্স সফরে যেতে পারেন অস্টিন।

সিঙ্গাপুরে শাংরি-লা সংলাপে যোগদানের পর ৪ জুন কম্বোডিয়া সফর করবেন তিনি। প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, এই সফরে অস্টিনের সমকক্ষ চীনা প্রতিপক্ষ অ্যাডমিরাল ডং জুন উপস্থিত থাকবেন।

প্রতিরক্ষা বিভাগ আরও জানিয়েছে, তাইওয়ানের প্রতি চীনের আগ্রাসী নীতি এবং দক্ষিণ চীন সাগরে বিশাল অঞ্চলের দাবির কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছে, তা ঠিক করার বিষয়ে আলোচনা হবে।

চীনের সঙ্গে কম্বোডিয়ার ভালো সম্পর্ক থাকার কারণে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বছরের পর বছর ধরে হিমশীতল ছিল।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হলো কম্বোডিয়া। থাইল্যান্ডের উপসাগরে দক্ষিণ কম্বোডিয়ার নৌঘাঁটিতে চীনের নৌবাহিনীর জন্য কৌশলগত একটি ফাঁড়ি রয়েছে। এই বিষয়টি নিয়ে উদ্বিগ্নে রয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, এই ঘাঁটিতে চীনের বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টি অস্বীকার করে কম্বোডিয়ার কর্মকর্তারা বলেছেন, এটি কম্বোডিয়ায় একটি নিরপেক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রেখেছে।

প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ সালের নভেম্বরে এশিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের সমাবেশে যোগদানের পর প্রথম সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন অস্টিন।

কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চুম সানরি শনিবার এপি-র এক প্রশ্নের জবাবে বলেছেন, এই বৈঠক আয়োজনের জন্য কাজ করছি। কম্বোডিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নিতে এই সফরটি গুরুত্বপূর্ণ।

প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, কম্বোডিয়া থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডি-ডে অবতরণের ৬০তম বার্ষিকী স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সে যাবেন অস্টিন।

/এসএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’