X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

চীনপন্থি কম্বোডিয়া সফরে যাবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২৪, ১৮:১৬আপডেট : ২৫ মে ২০২৪, ১৮:১৬

চীনের ঘনিষ্ঠ বন্ধু দেশ কম্বোডিয়া সফরে যেতে পারেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তার এই আনুষ্ঠানিক সফরে যাওয়ার বিষয়ে শুক্রবার (২৪ মে) জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সিঙ্গাপুরে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে চীনা প্রতিপক্ষের সঙ্গে আলোচনার পর এই সফরে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আগামী সপ্তাহে সিঙ্গাপুর, কম্বোডিয়া ও ফ্রান্স সফরে যেতে পারেন অস্টিন।

সিঙ্গাপুরে শাংরি-লা সংলাপে যোগদানের পর ৪ জুন কম্বোডিয়া সফর করবেন তিনি। প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, এই সফরে অস্টিনের সমকক্ষ চীনা প্রতিপক্ষ অ্যাডমিরাল ডং জুন উপস্থিত থাকবেন।

প্রতিরক্ষা বিভাগ আরও জানিয়েছে, তাইওয়ানের প্রতি চীনের আগ্রাসী নীতি এবং দক্ষিণ চীন সাগরে বিশাল অঞ্চলের দাবির কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছে, তা ঠিক করার বিষয়ে আলোচনা হবে।

চীনের সঙ্গে কম্বোডিয়ার ভালো সম্পর্ক থাকার কারণে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বছরের পর বছর ধরে হিমশীতল ছিল।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হলো কম্বোডিয়া। থাইল্যান্ডের উপসাগরে দক্ষিণ কম্বোডিয়ার নৌঘাঁটিতে চীনের নৌবাহিনীর জন্য কৌশলগত একটি ফাঁড়ি রয়েছে। এই বিষয়টি নিয়ে উদ্বিগ্নে রয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, এই ঘাঁটিতে চীনের বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টি অস্বীকার করে কম্বোডিয়ার কর্মকর্তারা বলেছেন, এটি কম্বোডিয়ায় একটি নিরপেক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রেখেছে।

প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ সালের নভেম্বরে এশিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের সমাবেশে যোগদানের পর প্রথম সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন অস্টিন।

কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চুম সানরি শনিবার এপি-র এক প্রশ্নের জবাবে বলেছেন, এই বৈঠক আয়োজনের জন্য কাজ করছি। কম্বোডিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নিতে এই সফরটি গুরুত্বপূর্ণ।

প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, কম্বোডিয়া থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডি-ডে অবতরণের ৬০তম বার্ষিকী স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সে যাবেন অস্টিন।

/এসএইচএম/
সম্পর্কিত
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
তুরস্কে বিরোধীদলীয় আরও ৩ মেয়র গ্রেফতার
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ