X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

স্বজনদের কাছে ফিরলো কাবুল বিমানবন্দরে হারানো সেই শিশু

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২২, ১৩:৩৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৫:১৮

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে হারিয়ে যাওয়া সেই ছোট্ট শিশুটিকে অবশেষে খুঁজে পাওয়া গেলো। শিশু সোহেল আহমাদিকে শনিবার (৮ জানুয়ারি) তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। দুই মাস বয়সে হারিয়ে যাওয়া শিশুটিকে খুঁজে পায় হামিদ সাফি নামক এক ট্যাক্সি ড্রাইভার। পরে নিজের মতো করেই বড় করতে বাড়িতে নিয়ে যান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাত সপ্তাহেরও বেশি সময় ধরে আলোচনা ও আবেদন করার পরিপ্রেক্ষিতের পর তালেবান পুলিশ তাকে আটক করে। এর মধ্যে দিয়ে আফগান ট্যাক্সি চালক সাফি অবশেষে শিশু সোহেল আহমাদিকে তার দাদা এবং আত্মীয়দের কাছে ফিরিয়ে দিতে রাজি হন। পুলিশ জানিয়েছে, শিশুটির বাবা-মা এখন শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাবা-মার কাছে দ্রুত ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ১৯ আগস্ট তালেবান রাজধানী কাবুল দখল করলে প্রাণ ভয়ে দেশ ছাড়তে শুরু করেন আফগানরা। এদের মধ্যে মির্জা আলি আহমাদি ও তার স্ত্রী পাঁচ সন্তান নিয়ে কাবুল বিমানবন্দরে পৌঁছান। মার্কিন বাহিনীর উদ্ধারকার্যের খবর শুনতেই স্ত্রী-সন্তানদের নিয়ে বিমানবন্দরে আসেন আলি। প্রবেশপথ থেকে মাত্র ১৬ ফিট দূরে যখন, সেই সময়ই কাঁটাতারের ওপার থেকে এক মার্কিন সেনার আওয়াজ ভেসে আসে যে, তাদের সাহায্যের প্রয়োজন কিনা। ভিড়ের চাপে কোলের দুই মাসের সন্তানের যেন ক্ষতি না হয়, এই ভেবে মার্কিন সেনার হাতে তুলে দেন নিজ সন্তানকে।

কাবুল বিমানবন্দরে ভিড়ের মধ্যে শিশুটিকে মার্কিন সেনার হাত তুলে দেন বাবা। (ফাইল ছবি)

মির্জা আলি ভেবেছিলেন কিছুক্ষণের মধ্যেই তারা সকলে বিমানবন্দরের ভিতরে ঢুকে যাবেন। কিন্তু সেই সময়ই হাজির হয় তালেবান, সবাই প্রবেশপথ থেকে সরানোর চেষ্টা করে। ধাক্কাধাক্কি করে আধা ঘণ্টা পর কোনও মতে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন মির্জা পরিবার। শিশুটিকে না পেয়েই বাধ্য হয়ে মার্কিন বিমানে করে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন তারা। তখন থেকে বিভিন্ন উপায়ে শিশুটির সন্ধান চলে। আন্তর্জাতিক মহলেও বেশ আলোচিত হয় নিখোঁজ শিশুটির সন্ধানে। সূত্র: রয়টার্স।

/এলকে/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক