X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দেশ পরিচিতি: মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৩, ০৩:৩০আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৩:৩০

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বর্ধনশীল অর্থনীতির দেশ মালয়েশিয়া। কয়েক দশক ধরে শিল্প খাতের সম্প্রসারণ ও রাজনৈতিক স্থিতিশীলতা দেশটিকে এমন সাফল্য এনে দিয়েছে।

দক্ষিণ চীন সাগর বয়ে যাওয়ার কারণে দুটি অঞ্চলে বিভক্ত হয়ে গিয়েছে দেশটি। ৩টি ফেডারেল ভূখণ্ড ও ১৩ টি রাজ্য নিয়ে একটি বহুজাতিক দেশ মালয়েশিয়া। দেশটিতে নানা ধর্মের মানুষের বাস।

দেশটিতে বাসকারী সংখ্যাগরিষ্ঠ মুসলিম মালয়রা রাজনৈতিকভাবে প্রভাবশালী। বৈষম্যের কারণে ব্যবসা, শিক্ষা ও সরকারি চাকরিতে অতিরিক্ত সুবিধা ভোগ করে এ গোষ্ঠী।

তবে অর্থনৈতিক দিক থেকে দেশটিতে চীনা বংশোদ্ভূত সংখ্যালঘু গোষ্ঠী প্রভাব বিস্তার করে। দেশটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান।

উৎপাদন বৃদ্ধির মাধ্যমে লাভবান হচ্ছে মালয়েশিয়া। পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ দেশটি। তবে পর্যটন খাতের উন্নয়নের কারণে পরিবেশের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে দেশটির উত্তর বোর্নিও দ্বীপের রেইন ফরেস্টের পাম তেলের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ কিছু তথ্য

  • রাষ্ট্রীয় নাম: ফেডারেশন অব মালয়েশিয়া
  • রাজধানী: কুয়ালালামপুর
  • আয়তন: ৩ লাখ ২৯ হাজার ৮৪৭ বর্গ কিলোমিটার
  • জনসংখ্যা: ৩ কোটি ১০ লাখ
  • প্রধান ভাষা: ইংরেজি, মালয়, চীনা, তামিল, তেলেগু ও মালায়লাম।
  • প্রধান ধর্ম: ইসলাম, তাওবাদ, বৌদ্ধ, খ্রিষ্টান, শিখ ও সনাতন ধর্ম।
  • গড় আয়ু: পুরুষ ৭৩, নারী ৭৮ বছর
  • মুদ্রা: রিঙ্গিত

নেতৃত্ব

রাজা আব্দুল্লাহ। ছবি: রয়টার্স

রাজা সুলতান আব্দুল্লাহ

সুলতান মুহাম্মাদের পর ২০১৯ সালে দেশটির রাজা হন পাহাং এর সুলতান আবদুল্লাহ।

পাঁচ বছর পর পর দেশটির ৯ টি মালয় রাজ্য থেকে পালাক্রমে রাজা নির্বাচিত হন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: রয়টার্স

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর ২০২২ সালে রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন আনোয়ার ইব্রাহিম। ছোট ছোট কয়েকটি দল নিয়ে গঠিত তার রাজনৈতিক দল পাকাতান হারাপান (পিএইচ)।

দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতি মালয়েশিয়ার রাজনীতিতে ২ জনের নাম সব চেয়ে বেশি আলোচিত। একজন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ ও অপরজন বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

স্বাধীনভাবে সংবাদমাধ্যমের কাজের পরিবেশ তৈরিতে উদ্যোগ নিচ্ছে সরকার। ছবি: রয়টার্স

সংবাদমাধ্যম

২০১৮ সালে সরকার পরিবর্তনের পর দেশটির সংবাদমাধ্যমের স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে। সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনগুলো বাতিল করতে উদ্যোগ নিচ্ছেন দেশটির কর্মকর্তারা।

টেলিভিশন সেক্টরের মধ্যে রাষ্ট্রীয় ও বেসরকারি চ্যানেলগুলো বেশ প্রচলিত। দেশটির সব চেয়ে ক্ষমতাধর মিডিয়া গোষ্ঠী হলো পে টিভি। মালয়েশিয়ার শীর্ষ স্থানীয় জাতীয় চ্যানেল টিভি ৩ এরও মালিকানা পে টিভির।

দেশটির জনসংখ্যার ৮০ শতাংশই নিত্যদিনের খবরের জন্য ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরশীল।

 

মালয়েশিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা

চতুর্দশ শতক: ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে মালয়রা।

১৮২৬: মালাক্কা, পেনাং এবং সিঙ্গাপুরের ব্রিটিশ শাসিত অঞ্চলগুলো একত্রিত করা হয়; উপদ্বীপটিতে উপনিবেশ স্থাপন করে ব্রিটিশরা।

১৮৯৫: চারটি মালয় রাজ্য একত্রিত হয়ে মালয় রাজ্য গঠন করে।

কিছু আদিবাসী মানুষ এখনও নিজেদের সংস্কৃতি ধারণ করে। ছবি: রয়টার্স

১৯৪২-৪৫: জাপান অঞ্চলটিকে দখল করে।

১৯৪৮: মালয় ফেডারেশনের অধীনে ব্রিটিশ শাসিত মালয় অঞ্চলগুলো একীভূত হয়।

১৯৫৭: মালয় ফেডারেশন স্বাধীন হয়।

১৯৬৫: মালয়েশিয়া থেকে আলাদা হয়ে যায় সিঙ্গাপুর।

জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ মালয় মুসলিম। ছবি: রয়টার্স

২০০১: দীর্ঘদিনের বিরোধের অবসান এবং একটি নতুন সেতু ও টানেল নির্মাণে সম্মত হয় মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

২০০৩:২২ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

২০১৮: ভিন্ন রাজনৈতিক দল থেকে নির্বাচনে জয়ী হয়ে আবার ক্ষমতায় আসেন মাহাথির মোহাম্মদ।

/এএ/
সম্পর্কিত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া