X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ছেলেকে প্রধানমন্ত্রী মনোনীত করে পদত্যাগ করবেন কম্বোডিয়ার হুন সেন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৩, ১৬:২৫আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৭:৩১

এই সপ্তাহে বিতর্কিত নির্বাচন আয়োজন করে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হন দক্ষিণ-পূর্ব এশিয়ার কম্বোডিয়ার দীর্ঘদিনের শাসক হুন সেন। পূর্ব  সিদ্ধান্ত অনুযায়ী এবার পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। জানিয়েছেন, চলতি বছরের আগস্টে তিনি পদত্যাগ করে ছেলে হুন মানেটের হাতে দায়িত্ব বুঝিয়ে দেবেন। 

ভোটের আগেই হুন সেন বলেছিলেন, এটিই তার শেষ নির্বাচন। আগামীতে তার বড় ছেলে হুন মানেটের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে জানিয়েছিলেন ৭০ বছর বয়সী এই রাজনীতিবিদ। ভোটের আগে তার দায়িত্ব ছাড়ার কোনও সময়সীমা স্পষ্ট ছিল না। কিন্তু বুধবারের ঘোষণায় তা স্পষ্ট হলো। 

একটি অপ্রতিদ্বন্দ্বী নির্বাচনে সবকটি আসনে নিরঙ্কুশ বিজয় লাভের তিন দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন ৭০ বছর বয়সী হুন সেন।

কম্বোডিয়ায় প্রায় চার দশক ধরে শাসন করছেন তিনি। অনেকটা কর্তৃত্ববাদী হয়ে উঠেছেন তিনি। এবারের বিতর্কিত নির্বাচনে একতরফা বিজয়ে তার বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলেছে দেশটির বেশিরভাগ মানুষ। তাকে আর ক্ষমতায় দেখতে চান না তারা। অনেকে ব্যালট পেপার ছিঁড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। 

হুন সেন রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার এক ঘোষণায় বলেন, আমার ছেলে আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবে। জনগণকে কাছ থেকে বোঝার জন্য প্রধানমন্ত্রী হয়ে আর থাকতে চাই না।

তিনি ক্ষমতায় থাকলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এই শঙ্কা থেকে পদত্যাগ করেছেন বলেও মন্তব্য করেন।  তবে তিনি  ক্ষমতাসীন দলের নেতা হিসেবে দায়িত্ব পালন  করবেন। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে তিনি দল ও সরকারের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। 

গত রবিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে ক্ষমতাসীন দল কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। দীর্ঘ ৩৮ বছর দেশটির নির্বাচিত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ক্ষমতাসীন দল সিপিপি’র নেতা হুন সেন।

সূত্র: বিবিসি

/এলকে/এমওএফ/এএ
সম্পর্কিত
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
সর্বশেষ খবর
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?