X
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
২১ অগ্রহায়ণ ১৪৩০

ছেলেকে প্রধানমন্ত্রী মনোনীত করে পদত্যাগ করবেন কম্বোডিয়ার হুন সেন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৩, ১৬:২৫আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৭:৩১

এই সপ্তাহে বিতর্কিত নির্বাচন আয়োজন করে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হন দক্ষিণ-পূর্ব এশিয়ার কম্বোডিয়ার দীর্ঘদিনের শাসক হুন সেন। পূর্ব  সিদ্ধান্ত অনুযায়ী এবার পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। জানিয়েছেন, চলতি বছরের আগস্টে তিনি পদত্যাগ করে ছেলে হুন মানেটের হাতে দায়িত্ব বুঝিয়ে দেবেন। 

ভোটের আগেই হুন সেন বলেছিলেন, এটিই তার শেষ নির্বাচন। আগামীতে তার বড় ছেলে হুন মানেটের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে জানিয়েছিলেন ৭০ বছর বয়সী এই রাজনীতিবিদ। ভোটের আগে তার দায়িত্ব ছাড়ার কোনও সময়সীমা স্পষ্ট ছিল না। কিন্তু বুধবারের ঘোষণায় তা স্পষ্ট হলো। 

একটি অপ্রতিদ্বন্দ্বী নির্বাচনে সবকটি আসনে নিরঙ্কুশ বিজয় লাভের তিন দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন ৭০ বছর বয়সী হুন সেন।

কম্বোডিয়ায় প্রায় চার দশক ধরে শাসন করছেন তিনি। অনেকটা কর্তৃত্ববাদী হয়ে উঠেছেন তিনি। এবারের বিতর্কিত নির্বাচনে একতরফা বিজয়ে তার বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলেছে দেশটির বেশিরভাগ মানুষ। তাকে আর ক্ষমতায় দেখতে চান না তারা। অনেকে ব্যালট পেপার ছিঁড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। 

হুন সেন রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার এক ঘোষণায় বলেন, আমার ছেলে আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবে। জনগণকে কাছ থেকে বোঝার জন্য প্রধানমন্ত্রী হয়ে আর থাকতে চাই না।

তিনি ক্ষমতায় থাকলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এই শঙ্কা থেকে পদত্যাগ করেছেন বলেও মন্তব্য করেন।  তবে তিনি  ক্ষমতাসীন দলের নেতা হিসেবে দায়িত্ব পালন  করবেন। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে তিনি দল ও সরকারের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। 

গত রবিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে ক্ষমতাসীন দল কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। দীর্ঘ ৩৮ বছর দেশটির নির্বাচিত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ক্ষমতাসীন দল সিপিপি’র নেতা হুন সেন।

সূত্র: বিবিসি

/এলকে/এমওএফ/এএ
সম্পর্কিত
গাজায় ক্রমাগত বাড়ছে হতাহতের সংখ্যাইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ কমছে না
যারা নির্বাচনে অংশ নেবে তাদের ওপর স্যাংশন আসতে পারে: সুব্রত চৌধুরী
ফোর্বসের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় আবারও শেখ হাসিনা
সর্বশেষ খবর
মুশফিকের বল ধরা নিয়ে মিরাজ বললেন, ‘ফ্লোতে হয়ে গেছে’
মুশফিকের বল ধরা নিয়ে মিরাজ বললেন, ‘ফ্লোতে হয়ে গেছে’
একতরফা নির্বাচন হলে আবারও বাকশাল ফিরে আসবে: এবি পার্টি
একতরফা নির্বাচন হলে আবারও বাকশাল ফিরে আসবে: এবি পার্টি
মোটরসাইকেল দুর্ঘটনায় ফায়ার ফাইটার নিহত
মোটরসাইকেল দুর্ঘটনায় ফায়ার ফাইটার নিহত
একুশে এক্সপ্রেসের তিনটি বাসে আগুন
একুশে এক্সপ্রেসের তিনটি বাসে আগুন
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
মাসে ৪১৭ টাকা আয় করা এমপি এখন কোটিপতি
মাসে ৪১৭ টাকা আয় করা এমপি এখন কোটিপতি