X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

মোদিকে নিয়ে অবমাননাকর পোস্ট, ভারত-মালদ্বীপ উত্তেজনা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৪, ২০:০৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২০:০৮

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আপত্তিকর পোস্ট নিয়ে ভারত ও মালদ্বীপের সম্পর্কে উত্তেজনা বাড়ছে। এই ঘটনার জেরে সোমবার ভারতের একটি বৃহত্তম পর্যটন কোম্পানি মালদ্বীপে তাদের ফ্লাইট বুকিং বাতিল করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মালদ্বীপে সবচেয়ে বেশি পর্যটক আসে ভারত ও রাশিয়া থেকে। ভারত মহাসাগরীয় দ্বীপ দেশটি বিলাসবহুল রিসোর্টের জন্য বিখ্যাত। দেশটির অর্থনীতির প্রায় এক-তৃতীয়াংশ পর্যটনের ওপর নির্ভরশীল বলে বিশ্বব্যাংকের তথ্যে উঠে এসেছে।

ভারতীয় পর্যটন কোম্পানি ইজমাইট্রিপ-এর সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রশান্ত পিত্তি বলেছেন, অনির্দিষ্টকালের জন্য মালদ্বীপে বুকিং স্থগিত করা হয়েছে।

সাধারণভাবে দিল্লি ও মালের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে নভেম্বরে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু ক্ষমতায় এসেছেন ‘ভারত হটাও’ প্রতিশ্রুতি দিয়ে।

সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) মোদিকে নিয়ে অবমাননাকর কয়েকটি পোস্ট করেন মালদ্বীপের তিনজন মন্ত্রী। যদিও তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সরকারি পদে থেকে যারা মোদির বিরুদ্ধে  পোস্ট দিয়েছেন, এখন তাদের বরখাস্ত করা হয়েছে। তিন মন্ত্রী হলেন মরিয়াম শিউনা, মালশা শরিফ ও মাহজোম মাজিদ।

মোদিকে নিয়ে এই তিন সাবেক মন্ত্রী এমন সময় আপত্তিকর মন্তব্য করলেন যখন মুইজ্জু ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো চীন সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ৮-১২ জানুয়ারি তার চীনে অবস্থান করার কথা। দ্বীপ রাষ্ট্রটিতে বেইজিং ও নয়া দিল্লির প্রভাব রয়েছে।

পিত্তি রয়টার্সকে বলেছেন, আমরা এই পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছি কারণ যেকোনও আত্মমর্যাদাশীল জাতির এমনটি করা উচিত। মালদ্বীপ সরকারের প্রতিনিধিদের কাছ থেকে আমরা যে বিবৃতি শুনেছি তা দেশের জন্য অত্যন্ত অবমাননাকর।

তিনি বলেছেন, তার প্রতিষ্ঠানটি ভারতের দ্বিতীয় বৃহত্তম অনলাইন ট্রাভেল বুকিং সংস্থা। এটি এই খাতের ২২ শতাংশ বুকিং নিয়ন্ত্রণ করে। 

সম্প্রতি মোদি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ সফর করেন। সেখানে অবকাশযাপনের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে মোদিকে স্নোরকেলিং করতে দেখা যায়, যা ভাইরাল হয়। ভারতীয়দের মালদ্বীপের বদলে সেই দ্বীপে ভ্রমণেরও আহ্বান জানান। তারপরই মালদ্বীপের ওই তিন মন্ত্রী ও কয়েকজন নেতা মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর‘ মন্তব্য করেন।

ভারতের দাবি মালদ্বীপের মন্ত্রীরা কিছু ছবিতে মোদিকে ‘পুতুল’ বলে অবমাননাকর মন্তব্য করেছেন। পরে বিতর্কের মুখে পোস্টগুলি মুছে দেওয়া হয়।

পিত্তির বলেছেন, তার কোম্পানি বিদেশি স্থানের বিপরীতে লাক্ষাদ্বীপ ভ্রমণের পক্ষে প্রচার চালাবে। 

বেশ কয়েকজন সেলিব্রেটিসহ অনেক ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যমে মালদ্বীপের বদলে দেশীয় পর্যটনস্থানের পক্ষে প্রচার শুরু করেছেন।

এছাড়া আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার।

মালদ্বীপের বিদেশি মুদ্রা আয়ের বৃহত্তম মাধ্যম হলো পর্যটন। গত বছর রাশিয়া ও ভারত থেকে ২ লাখ ৯ হাজার পর্যটক দেশটি ভ্রমণ করেছেন। ২০২৪ সালে ২০ লাখ পর্যটক আশা করছে দ্বীপটি।

/এএ/
সম্পর্কিত
আফগান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো মালয়েশিয়া, জড়িত বাংলাদেশি শ্রমিকরা
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন