দক্ষিণ কোরিয়ায় সংসদীয় নির্বাচনে বড় জয়ের পথে উদারপন্থি বিরোধী দল। বুধবার (১০ এপ্রিল) নির্বাচনে এই সম্ভাবনা দেখা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জাতীয় নির্বাচন কমিশন ও নেটওয়ার্ক সম্প্রচারকারীরা একটি জরিপের মধ্য দিয়ে জানিয়েছিল, নতুন আইনসভায় ৯৯ শতাংশ ভোট গণনার পর ৩০০টি আসনের মধ্যে সম্ভবত ১৭০টিরও বেশি আসন পেতে পারে ডেমোক্রেটিক পার্টি (ডিপি)। এছাড়া ডিপির সঙ্গে জোটবদ্ধ একটি বিভক্ত উদারপন্থি দল কমপক্ষে ১০টি আসন পেতে পারে।
কিছু বিশ্লেষক বলেন, জীবনযাত্রার ব্যয়-সংকট এবং রাজনৈতিক কেলেঙ্কারির কারণে ইউন হেরে যাবেন। অনুমান করা হয়েছে, তার পিপল পাওয়ার পার্টি (পিপিপি) মাত্র ১০০টি আসন জিতবে।
বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশন (এনইসি) আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এনইসি অনুসারে, প্রায় দুই কোটি ৯৭ লাখ মানুষ বা ৬৭ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। যার মধ্যে ১ কোটি ৪০ লাখ গত সপ্তাহের প্রথম দিকে আগাম ভোট দিয়েছিলেন।
২০২২ সালের মে মাসে দায়িত্ব গ্রহণ করেছিলেন ইউন। করের হার কমানো, ব্যবসাসংক্রান্ত বিধি শিথিল করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট ইউন। তবে কয়েক মাস ধরে তাঁর জনপ্রিয়তা কমেছে।
হানকুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের একজন অধ্যাপক ম্যাসন রিচি বলেন, ইউন এখন বিদেশী এজেন্ডায় আরও মনোযোগ দিতে পারে, যদিও বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে বাজেট কমানোর চেষ্টা করলে সেই পরিকল্পনা ঝুঁকিতে পড়তে পারে।