সাইবেরিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে রাশিয়ার একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১৩ অক্টোবর) আন্তোনোভ-৩ নামের একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়। জরুরী মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তায় জরুরি মন্ত্রণালয় জানায়, বিমানটিতে তিনজন ক্রু ও দুইজন যাত্রী ছিলেন। তবে নিহত ব্যক্তির পরিচয় নিয়ে কোনও তথ্য জানানো হয়নি।
পৃথক একটি টেলিগ্রাম পোস্টে পূর্ব সাইবেরিয়া প্রসিকিউটর অফিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় উড়োজাহাজটি জরুরী অবতরণ করতে বাধ্য হয়েছিল।
জরুরী মন্ত্রণালয়ের পোস্ট করা ছবিগুলোতে একটি ছোট সাদা ও লাল রংয়ের উড়োজাহাজকে ভাঙা গাছ-ও ডালপালার মধ্যে পড়ে থাকতে দেখা গেছে। এটির চারপাশে এর ডানার টুকরোও রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার দূরে পূর্ব ওলেকমিনস্ক শহরের কাছে উড়োজাহাজটি জরুরী অবতরণ করে। শহরটি উত্তরে আর্কটিক মহাসাগরের সীমানায় অবস্থিত।
রাশিয়ার গণমাধ্যমের তথ্যানুসারে, ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে একটি ছোট সিরিজে সোভিয়েত আমলে পরিকল্পিত এই উড়োজাহাজটি উৎপাদন করা হয়। এটি একটি যাত্রী ও কার্গো বিমান, যেটি পাকা ও কাঁচা রাস্তায় উড্ডয়ন-অবতরণ করতে পারে।