X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫, ১৬:২৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:১৭

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি আল-কাদির ট্রাস্ট মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির এ মামলার রায় শুক্রবার (১৭ জানুয়ারি) ঘোষণা করা হয়েছে। রায়ে ইমরানকে ১৪ বছরের এবং বুশরাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

আদিয়ালা কারাগারের অস্থায়ী আদালতে বিচারক নাসির জাভেদ রানা এ রায় ঘোষণা করেন। আদালত ইমরান ও বুশরার যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ রুপি জরিমানা করেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদের কারাদণ্ড ছয় মাস এবং তিন মাস বাড়বে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

রায়ে বলা হয়েছে, ভুয়া ট্রাস্ট আল-কাদির ইউনিভার্সিটি প্রজেক্ট ট্রাস্ট-এর সম্পত্তি জাতীয় জবাবদিহি অধ্যাদেশ, ১৯৯৯-এর ধারা ১০(ক) অনুযায়ী কেন্দ্রীয় সরকারের অধীনে বাজেয়াপ্ত করা হলো।

রায় ঘোষণার পর আদালত থেকে বুশরা বিবিকে গ্রেফতার করা হয়। এই মামলায় ইমরান ও বুশরা প্রথম দোষী সাব্যস্ত হন ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি।

মামলার অভিযোগে বলা হয়েছিল, ইমরান ও বুশরা বেআইনিভাবে বেসরকারি কোম্পানি বেহরিয়া টাউন লিমিটেড থেকে বিপুল অর্থ ও জমি নিয়েছিলেন। এই সম্পদ যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা কর্তৃক পাকিস্তানের জন্য ফেরত আনা ৫০ বিলিয়ন রুপির আইনি বৈধতা প্রদানের বিনিময়ে গ্রহণ করা হয়।

২০২৩ সালের ডিসেম্বরে এই মামলার রায় ঘোষণা করার কথা থাকলেও শীতকালীন ছুটির কারণে তা পেছানো হয়। পরবর্তী শুনানিতে বিচারক উপস্থিত না থাকায় রায় জানানো সম্ভব হয়নি।

রায় ঘোষণার পর আদালতে ইমরান খান বলেন, আমি কোনও সমঝোতা করবো না এবং মুক্তির জন্য কারও কাছে আবেদন করবো না। একনায়কত্বের বিরুদ্ধে দাঁড়ানো ব্যক্তিদের এভাবেই শাস্তি দেওয়া হয়।

পিটিআই নেতারা রায়কে ‘অন্যায়’ ও ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেছেন। ব্যারিস্টার গওহর বলেন, ইমরান এই প্রকল্পের মালিক নন, তিনি শুধু একজন ট্রাস্টি। এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ। ইনশাআল্লাহ, এই অবিচার দূর হবে।

আইনমন্ত্রী আজম নাজির তারার বলেন, বিচার বিভাগ স্বাধীন। সরকার আদালতের রায়ে হস্তক্ষেপ করে না। আল-কাদির মামলায় প্রমাণের অভাব ছিল। তারা সঠিকভাবে নিজেদের পক্ষে যুক্তি দিতে ব্যর্থ হয়েছে।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০ 
গাজা যাওয়ার পথে ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
সর্বশেষ খবর
এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন: প্রেস সচিব
এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন: প্রেস সচিব
শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দেওয়াসহ ১১ দাবি
শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দেওয়াসহ ১১ দাবি
বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার আরও ১২৫৫
বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার আরও ১২৫৫
আগামী নির্বাচনের ব্যালটে নৌকা প্রতীক থাকতে পারবে না: সারোয়ার তুষার
আগামী নির্বাচনের ব্যালটে নৌকা প্রতীক থাকতে পারবে না: সারোয়ার তুষার
সর্বাধিক পঠিত
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন