X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

মার্কিন শুল্ক: আলোচনার আশা দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৫, ২০:৪১আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ২০:৪১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকার উপরের  দিকে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার  কয়েকটি দেশ। বুধবার ঘোষিত এই শুল্কের হার অনেক দেশের জন্য প্রত্যাশার চেয়ে অনেক বেশি, যা তাদের অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে চীন-বিরোধী শুল্কের কারণে যেসব দেশে বিনিয়োগ বেড়েছিল, তারাই এবার সবচেয়ে বেশি ক্ষতির মুখে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ ও থাইল্যান্ডের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা তাদের জন্য বড় ধাক্কা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতান সিনাওয়াত্রা বলেছেন, আলোচনার মাধ্যমে শুল্ক কমানোর চেষ্টা করা হবে। আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। জিডিপি লক্ষ্য অর্জন ব্যাহত হতে দেওয়া যাবে না।

ট্রাম্পের তালিকাভুক্ত নয়টি দক্ষিণ-পূর্ব এশীয় দেশের মধ্যে ছয়টির ওপর ৩২ থেকে ৪৯ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের জন্য শুল্ক ২০ শতাংশ, জাপানের ২৪ শতাংশ ও ভারতের ২৭ শতাংশ। তবে এখন পর্যন্ত কোনও দেশই পাল্টা প্রতিশোধমূলক শুল্কের কথা বলেনি। 

ভিয়েতনামের জন্য বড় ঝুঁকি

অ্যাপল, নাইকি ও স্যামসাং ইলেকট্রনিক্সের মতো কোম্পানিগুলোর বড় উৎপাদন কেন্দ্র রয়েছে ভিয়েতনামে। গত বছর দেশটির রফতানি আয় ছিল ১৪২ বিলিয়ন ডলার, যা তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩০ শতাংশ। নতুন শুল্কের ফলে ভিয়েতনামের শেয়ার বাজারের সূচক ৬.৭ শতাংশ নেমে গেছে, যা ২০২১ সালের জানুয়ারির পর সবচেয়ে বড় পতন। এ ছাড়া ভিয়েতনামের মুদ্রা ডংয়ের মানও রেকর্ড নিম্নস্তরে পৌঁছেছে। 

প্রধানমন্ত্রী ফাম মিন চিন জরুরি মন্ত্রিসভা বৈঠক করে এই পরিস্থিতি মোকাবিলায় একটি টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। তবে তিনি বলেছেন, এ বছর ৮ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রয়েছে।

আন্তর্জাতিক আইনি সংস্থা লুথারের ভিয়েতনাম প্রধান লিফ শ্নাইডার বলেন, ভিয়েতনামের রফতানিনির্ভর অর্থনৈতিক মডেল খুব সফল ছিল, কিন্তু ৪৬ শতাংশ শুল্ক এই মডেলকেই চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

আইএনজি গ্রুপের হিসাবে, এই শুল্ক ভিয়েতনামের জিডিপির ৫.৫ শতাংশকে ঝুঁকিতে ফেলেছে। 

থাইল্যান্ড ও মালয়েশিয়ার অবস্থান

থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী পিচাই নারিপথাপান বলেছেন, আলোচনার জন্য তারা প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের কারণে ইতিবাচক ফল আশা করছেন। থাইল্যান্ডের শেয়ার বাজার ইতোমধ্যে দুর্বল অর্থনীতি ও গত সপ্তাহের ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত ছিল, নতুন শুল্কের কারণে তা আরও ১.১ শতাংশ নেমেছে। 

মালয়েশিয়ার ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। দেশটি প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে না বলে জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছে। মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মুক্ত ও ন্যায্য বাণিজ্যের নীতিকে সমুন্নত রাখতে সমাধানের পথ খুঁজব আমরা।

কম্বোডিয়ার জন্য ভয়াবহ পরিস্থিতি

কম্বোডিয়ার ওপর ৪৯ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা তাদের পোশাক ও জুতা শিল্পকে ধ্বংসের মুখে ফেলতে পারে। দেশটির একজন বিনিয়োগ পরামর্শক নাম প্রকাশ না করার শর্তে বলেন, অর্থনীতির জন্য এটি খুবই ভয়াবহ পরিস্থিতি। আলোচনার জন্য কম্বোডিয়ার হাতে কোনও কার্ড নেই এবং তারা পিছিয়ে পড়বে।

আলোচনার আশায় দেশগুলো

ভিয়েতনাম ইতোমধ্যে শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রকে কিছু ছাড় দিয়েছে। যেমন আমদানি শুল্ক কমানো ও বেশি মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি। আমেরিকান চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক অ্যাডাম সিটকফ বলেন, নতুন শুল্কের প্রভাব কমানোর জন্য আলোচনা চলবে বলে আশা করি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার ওপরই বেশি নির্ভর করছে। তবে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির মুখে তাদের জন্য সহজ কোনও সমাধান নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা।

/এএ/
সম্পর্কিত
গাজা যাওয়ার পথে ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
রুয়ান্ডা ও কঙ্গোর সঙ্গে বিলিয়ন ডলারের খনিজসম্পদ চুক্তি করবে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ দশ জন আটক
মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ দশ জন আটক
নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ
নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী