X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আকাশসীমা বন্ধ কতটা জরুরি বোঝার চেষ্টা করুন: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০২২, ০৭:৫২আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৮:০৮

ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে ভলোদিমির জেলেনস্কি পশ্চিমাদের কাছে সবচেয়ে বেশি যেই আহ্বানটি জানিয়েছেন তা হলো 'নো ফ্লাই জোন'। এবার কানাডার পার্লামেন্টে বক্তব্য রাখার সময় দেশটির সরকারের প্রতি আবারও এই আহ্বান জানালেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

কানাডার স্থানীয় সময় মঙ্গলবার সকালে অটোয়ার হাউজ অব কমন্সে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বলেন, রাশিয়ার পূর্ণ সামরিক আগ্রাসনের ২০ দিনে ৯৭ শিশু প্রাণ হারিয়েছে। কানাডা যদি ইউক্রেনের পরিস্থিতিতে পড়তো তাহলে কি করতেন? আর কত ক্রুইজ মিসাইল আমাদের শহরে এসে আঘাত হানবে?

কানাডার পার্লামেন্টে আইনপ্রণেতাদের সামনে জেলেনস্কি বলেন, ‘রুশ ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা থেকে রক্ষায় আমাদের আকাশসীমা বন্ধ করা কতটা গুরুত্বপূর্ণ তা দয়া করে বোঝার চেষ্টা করুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন’। 

গত সপ্তাহে জেলেনেস্কি ইউরোপিয়ান এবং ব্রিটিশ পার্লামেন্টে একইভাবে বক্তব্য রাখেন। বুধবার মার্কিন কংগ্রেসেও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে অনলাইনে বিভিন্ন বিষয় তুলে ধরবেন বলে জানা গেছে।

ইউক্রেনে আকাশে নো ফ্লাইজ জোন ঘোষণা না করলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ধনকুবেরসহ বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডাসহ মিত্রদেশগুলো। একইসঙ্গে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে রকেট, গ্রেনেডসহ অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অটোয়া। শুধু তাই নয়, কানাডায় ইউক্রেনীয় শরণার্থীদের সহজে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছে।

ইউক্রেনের হামলার জেরে মঙ্গলবারও ১৫ রুশ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডার সরকার। একটি শান্তিপূর্ণ এবং সার্বভৌম দেশে হামলায় পুতিনকে সমর্থনে  তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

হাউজ অব কমন্সে এদিন উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইউক্রেনের প্রশংসা করে ট্রুডো বলেন, আপনার এবং জনগণের সাহস আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। আপনি ইউক্রেনীয়দের নিজেদের ভবিষ্যৎ বেছে নেওয়ার অধিকার রক্ষা করেছেন।

পার্লামেন্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ সব আইনপ্রণেতা দাঁড়িয়ে অভিবাদন জানান জেলেনস্কিকে। চলমান পরিস্থিতিতে তার সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ট্রুডো।

/এলকে/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা