X
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
১৬ অগ্রহায়ণ ১৪৩০

কঠিন সময়ে ইউক্রেনের পাশে নেই বন্ধু পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪২

কদিন আগেও ইউক্রেনের অন্যতম মিত্র ছিল প্রতিবেশী পোল্যান্ড। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছিল ওয়ারশ। তবে শস্য নিয়ে দেশ দুটির সম্পর্কে ফাটল ধরেছে। নিজেদের উৎপাদিত কৃষিপণ্যের অস্তিত্ব টেকাতে ইউক্রেনের শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয় পোল্যান্ড। তার আগে অস্ত্র সরবরাহ বন্ধ করার ঘোষণাও দেয় পোলিশ সরকার। আর এতেই দুই মিত্রের মধ্যে তৈরি হয় দূরত্ব। শুরু হয় কথার লড়াই।  

অটোয়া থেকে কিয়েভ যাওয়ার পথে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পোল্যান্ডে কিছু সময়ের জন্য নেমে দুই পোলিশ স্বেচ্ছাসেবককে রাষ্ট্রীয় পুরষ্কারে ভূষিত করেন। এ সময় তাকে স্বাগত জানাতে আসেনি কোনও পোলিশ সরকারি কর্মকর্তা। কাজ শেষে অনেকটা নীরবেই নিজ দেশে ফিরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।  

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পশ্চিমের জোরালো সমর্থন পাওয়া জেলেনস্কি তার ভাষণে পোল্যান্ডের কড়া সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ইউরোপে ইউক্রেনের কিছু বন্ধু যেভাবে আরচণ করছে, তা উদ্বেগজনক। তারা ‘রাজনৈতিক মঞ্চে- শস্য নিয়ে একটি রোমাঞ্চকর নাটক তৈরি করেছে।’

এ সময় শস্য রফতানির জন্য কিয়েভ স্থলপথগুলো বিবেচনা করছে বলেও জানান জেলেনস্কি।

বিশ্বনেতাদের সামনে ইউক্রেনের প্রেসিডেন্টের এমন খোঁচায় চুপ থাকেনি পোল্যান্ড সরকার। নির্বাচনী প্রচারে শুক্রবার ডানপন্থি পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি তার দেশের জনগণকে ‘অপমান’ না করার হুঁশিয়ারি দেন।

 

 

ইউক্রেনের রাষ্ট্রীয় পুরষ্কার পাওয়া দুইজন হলেন সাংবাদিক বিয়াঙ্কা জালেউস্কা এবং স্বাস্থ্যকর্মী ড্যামিয়ান ডুদা। জালেউস্কা আহত শিশুদের পোলিশ হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেছিলেন। আর ডুদা আহত সেনাদের সাহায্য করার জন্য একটি মেডিক্যাল দল গঠন করেছিলেন।

 

দুই জনকে সম্মানে ভূষিত করার পর জেলেনস্কি পোল্যান্ডবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘যুদ্ধের শুরু থেকেই পোলিশ নাগরিকরা আমাদের পাশে ছিল। সাহায্যের হাত বাড়িয়েছিল। আমাদের টেনে নিয়েছিল। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

 

 

ডুদা রয়টার্সকে বলেন, ‘জেলেনস্কি সাধারণ মানুষের মতোই আরচণ করেছেন। মনে হচ্ছিল আমরা অনেক দিনের পরিচিত।’

পোলিশ প্রেসিডেন্টের ইন্টারন্যাশনাল পলিসি অফিসের প্রধান মার্সিন প্রজাইডাকে এই সফরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, জেলেনস্কির পোল্যান্ডে থাকার সময় তার অফিস কোনও বৈঠকের প্রস্তাব পায়নি।

সূত্র: রয়টার্স/ গার্ডিয়ান

/এসপি/
সম্পর্কিত
ইসরায়েলি বোমাবর্ষণে একদিনে নিহত শতাধিক ফিলিস্তিনি
৮.৮ বিলিয়ন ডলারের রুশ সম্পদ জব্দ করলো সুইজারল্যান্ড
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের নতুন ধাপে ইউক্রেন: জেলেনস্কি
সর্বশেষ খবর
আচরণবিধি লঙ্ঘন, হুইপ সামশুল হককে নোটিশ
আচরণবিধি লঙ্ঘন, হুইপ সামশুল হককে নোটিশ
বারবার ন্যাড়া করলে কি চুল ঘন হয়?
বারবার ন্যাড়া করলে কি চুল ঘন হয়?
ওসিদের পর এবার সব ইউএনও-কে বদলির নির্দেশ
ওসিদের পর এবার সব ইউএনও-কে বদলির নির্দেশ
ইসরায়েলি বোমাবর্ষণে একদিনে নিহত শতাধিক ফিলিস্তিনি
ইসরায়েলি বোমাবর্ষণে একদিনে নিহত শতাধিক ফিলিস্তিনি
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্র কি একা হয়ে পড়ছে?
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিযুক্তরাষ্ট্র কি একা হয়ে পড়ছে?
একই আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী
একই আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী
বিএনপিতে সাজা আতঙ্ক
বিএনপিতে সাজা আতঙ্ক
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন 
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন