X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

কৃষকদের ‘ভারত বন্ধ’ আজ, ট্রাফিক জ্যামের হুঁশিয়ারি পুলিশের

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৬

ভারত সরকারের নতুন প্রণয়ন করা তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘ আন্দোলনের অংশ হিসেবে ডাকা হয়েছে ভারত বন্ধ কর্মসূচি। ৪০টি কৃষক সংগঠনের প্রতিনিধিত্বকারী সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা সোমবারের কর্মসূচি ডেকেছে। সংগঠনটি জানিয়েছে কর্মসূচির সময় জাতীয় মহাসড়েকের কিছু অংশে কাউকে চলাফেরা করতে দেওয়া হবে না।

সোমবার ভারতীয় সময় সকাল ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বন্ধ কর্মসূচি পালন করা হবে। এই সময়ে সরকারি, বেসরকারি অফিস, শিক্ষা এবং অন্যান্য প্রতিষ্ঠান, দোকানপাট, কলকারখানা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা।

হরিয়ানা পুলিশ জনগণকে হুঁশিয়ার করে জানিয়েছে, ট্রাফিক জ্যাম তৈরি হতে পারে। রাজ্য পুলিশের মুখপাত্র বলেন, ‘ধারণা করা হচ্ছে বিক্ষুব্ধ গ্রুপ সড়ক ও মহাসড়কে ধর্নায় বসে যেতে পারে আর কিছু সময়ের জন্য সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। হরিয়ানার রাজ্য এবং জাতীয় মহাসড়কগুলোতে কয়েক ঘণ্টার ট্রাফিট জ্যাম তৈরি হতে পারে।’

পাঞ্জাব রাজ্য কংগ্রেস প্রধান নভোজিত সিং সিধু কৃষকদের কর্মসূচিতে সমর্থন দিতে কর্মীদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সঠিক এবং ভুলের লড়াইয়ের নিরপেক্ষ থাকা সম্ভব নয়। আমরা প্রত্যেক কংগ্রেস কর্মীকে তাদের সর্ব শক্তি দিয়ে তিনটি অসাংবিধানিক আইনের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’ উত্তর প্রদেশের বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী জানিয়েছেন তার দলও শান্তিপূর্ণ ‘ভারত বন্ধ’ কর্মসূচি সমর্থন করবে। ভারত বন্ধ কর্মসূচিতে যোগ দিতে প্রতিটি রাজ্য প্রধান ও অধীনস্ত সংগঠনগুলোকে চিঠি দিয়েছে কংগ্রেস।

ভারতীয় কিষাণ ইউনিয়ন নেতা রাকেশ তিকাইত রবিবার বলেছেন, কৃষকেরা দশ বছর প্রতিবাদ করতেও রাজি কিন্তু তারা ‘কালো’ আইন বাস্তবায়ন করতে দেবে না। পানিপথের এক কৃষক জমায়েতে তিনি বলেন, ‘এই বিক্ষোভের দশ মাস চলছে। সরকার পরিস্কার কানে শুনে রাখুক, দশ বছর বিক্ষোভ করতে হলেও আমরা প্রস্তুত।’

দিল্লি পুলিশের টহল বাড়ানো হয়েছে। আর সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীর আইন শৃঙ্খলা বজায় রাখতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে। শহরের সীমান্তে অবস্থানকারী কোনও বিক্ষোভকারীকেই শহরে প্রবেশ করতে দেওয়া হবে না।

/জেজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: এবার নিউ ইয়র্কের সিটি কলেজের শিক্ষার্থীদের গ্রেফতার
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের ধরপাকড়
সর্বশেষ খবর
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
কমলাপুর স্টেশন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
কমলাপুর স্টেশন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
চীনে সড়ক ধসে নিহত ১৯
চীনে সড়ক ধসে নিহত ১৯
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’