X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

৩০০ কোটির সম্পত্তির জন্য শ্বশুরকে খুন, এক কোটি রুপি ব্যয় পুত্রবধূর!

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৪, ১৭:৪৮আপডেট : ১২ জুন ২০২৪, ১৭:৪৮

ভারতের নাগপুরে ৮২ বছর বয়সী এক ব্যক্তির হিট-অ্যান্ড-রান মামলার তদন্তে উন্মোচিত হয়েছে একটি ভয়াবহ ষড়যন্ত্র। অভিযোগ করা হচ্ছে, ৩০০ কোটি রুপির পারিবারিক সম্পত্তি হাতিয়ে নিতে এই হত্যার পরিকল্পনা করেছিল নিহতের পুত্রবধূ। হত্যার জন্য খুনিদের সঙ্গে ১ কোটি রুপি ব্যয় করেছিল আর্চনা মনীশ পুট্টেওয়ার নামের ওই গৃহবধূ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

শ্বশুর পুরুষোত্তম পুট্টেওয়ার গাড়ি চাপায় নিহত হওয়ার প্রায় ১৫ দিন পর গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে আর্চনাকে। গ্রেফতার হওয়া নারী স্থানীয় নগর পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক।

বার্তা সংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, হত্যাকাণ্ডের জন্য আর্চনা পুট্টেওয়ার লোক ভাড়া করে এবং প্রায় ১ কোটি রুপি ব্যয় করে। সন্দেহভাজন খুনিদের একটি পুরনো গাড়ি কিনতে অর্থ দেয় আর্চনা। ওই গাড়ি দিয়েই তার শ্বশুরকে চাপা দিয়ে হত্যার পরিকল্পনা করা হয়। হত্যাকে একটি দুর্ঘটনা হিসেবে দেখানোর জন্যই এমন পরিকল্পনা করা হয়। ধারণা করা হচ্ছে, এর উদ্দেশ্য ছিল ৩০০ কোটি রুপির সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়া।

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেছেন, ৫৩ বছর বয়সী আর্চনা তার স্বামীর গাড়িচালক বাগদে এবং অপর দুই অভিযুক্ত নীরজ নিমজে ও সচিন ধার্মিকের সঙ্গে মিলে এই হত্যার পরিকল্পনা করেছিল। পুলিশ তাদের বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করেছে। দুটি গাড়ি, সোনার গহনা এবং মোবাইলফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন, পুরুষোত্তম পুট্টেওয়ার তার স্ত্রী শকুন্তলাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। একটি অস্ত্রোপচারের পর সেরে উঠছিলেন শকুন্তলা। ফেরার পথে ভাড়া করা গাড়িটি তাকে চাপা দিয়ে চলে যায়। পুরুষোত্তমের ছেলে এবং আর্চনার স্বামী মনীশ পেশায় একজন ডাক্তার।

এদিকে, হত্যাকাণ্ডের তদন্তে আর্চনা পুট্টেওয়ারের বিরুদ্ধে নগর পরিকল্পনা বিভাগের কাজেও গুরুতর অনিয়ম পাওয়া গেছে। অনেক অভিযোগ থাকা সত্ত্বেও রাজনৈতিক যোগাযোগের কারণে তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে তদন্তে উঠে এসেছে।

হত্যার অভিযোগে গ্রেফতার হওয়ার পর তার কর্মস্থলে অনিয়ম নিয়ে আরও গভীর তদন্ত শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

/এএ/
সম্পর্কিত
মার্কিন শুল্কে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমবে: আইএমএফ’র পূর্বাভাস
কাশ্মীরে হামলা: সৌদি আরব সফর সংক্ষিপ্ত করলেন মোদি
নৃশংস অপরাধ, কোনও ন্যায্যতা থাকতে পারে না: কাশ্মীরে হামলার ঘটনায় পুতিন
সর্বশেষ খবর
ওলমোর গোলে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা
ওলমোর গোলে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
আ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
এনসিপির বিক্ষোভআ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
সর্বাধিক পঠিত
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
শাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের
ছয় মাসে ১৪২৪ মোবাইল জব্দশাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের