X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৪, ২৩:১১আপডেট : ২১ জুন ২০২৪, ০০:২৯

ভারতে গবেষণা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশিকা পরীক্ষা ‘ইউজিসি-নেট’ বাতিলের পর এবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট’ সংক্ষেপে এনইইটি বা নিটেও দুর্নীতির অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে, বৃহস্পতিবার (২০ জুন) এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে কোনও প্রকার আপস করবে না সরকার। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, নিটে দুর্নীতি প্রমাণিত হলে দোষীরা অবশ্যই শাস্তি পাবে। নেটের ক্ষেত্রেও বিষয়টি তা-ই। কাউকে কোনও অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। 

সূত্রগুলো জানিয়েছে, প্রাথমিক তদন্তো বড় ধরনের দুর্নীতি ধরা পড়েছে। এমন পরিস্থিতিতে যারা এই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছেন এবং পরীক্ষা পরিচালনাকারীদের বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পরীক্ষার আয়োজক সংস্থা জাতীয় টেস্টিং এজেন্সি বা এনটিএ’র কাঠামোগত এবং প্রক্রিয়াগত সংশোধন প্রয়োজন। তা নিশ্চিত করতে সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করবে। বিজ্ঞান, প্রযুক্তি, আইন, শিক্ষা, মনস্তত্ত্ব প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রের দক্ষ ব্যক্তিদের নিয়ে সেই কমিটি তৈরি হবে। তাদের সুপারিশ অনুযায়ী এনটিএ-র শোধন করা হবে। শীঘ্রই তার বিজ্ঞপ্তি জারি করা হবে।

মঙ্গলবার দেশ জুড়ে ইউজিসি নেট পরীক্ষা হয়। কয়েক লক্ষ পরীক্ষার্থী তাতে অংশ নিয়েছিলেন। কিন্তু বুধবার রাতে সরকার জানিয়ে দেয়, পরীক্ষাটি বাতিল করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত কেন্দ্রীয় সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

এদিকে, সর্বভারতীয় নিট প্রবেশিকা পরীক্ষা ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। শুধু প্রশ্নপত্র ফাঁস নয়, অভিযোগ বিভিন্ন রাজ্যে সংগঠিত চক্রের বিরুদ্ধেও, যারা বিপুল অর্থের বিনিময়ে উত্তরপত্র লিখে দেওয়া থেকে পর্যাপ্ত নম্বর পর্যন্ত পাইয়ে দিচ্ছে। ফলে এবার দেখা গেছে, পরীক্ষার মোট নম্বর ৭২০ পেয়েছেন ৬৭ জন পরীক্ষার্থী। এই পরীক্ষার ইতিহাসে একসঙ্গে এতজন এমন নিখুঁত স্কোর কখনো করেননি।

/এস/
সম্পর্কিত
ট্রাম্পের ব্যয়ের বিল সমর্থনকারী আইনপ্রণেতাদের শাস্তির হুমকি ইলন মাস্কের
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জি-৭ ভুক্ত দেশগুলোর
সর্বশেষ খবর
বরগুনায় একদিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৩ জন
বরগুনায় একদিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৩ জন
শেখ হাসিনাসহ ২৩ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
শেখ হাসিনাসহ ২৩ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
ব্যবসার নামে প্রতারণা: শত কোটি টাকা আত্মসাৎকারীর গ্রেফতার ও বিচার দাবি
ব্যবসার নামে প্রতারণা: শত কোটি টাকা আত্মসাৎকারীর গ্রেফতার ও বিচার দাবি
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক