X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভকারী প্রবাসীদের ফেরত পাঠাবে কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২২, ১৮:১৮আপডেট : ১২ জুন ২০২২, ১৮:১৮

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুয়েতের ফাহাহিল এলাকায় বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেফতারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। সূত্রের বরাতে এখবর জানিয়েছে আরব টাইমস।

সূত্র জানায়, বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীরা কুয়েতের আইন ও বিধি ভঙ্গ করেছেন। দেশটির আইন অনুসারে, প্রবাসীরা কুয়েতে কোনও ধরনের অবস্থান বা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করতে পারেন না। সব প্রবাসীদের কোনও ধরনের বিক্ষোভে অংশগ্রহণ না করার কুয়েতি আইন অবশ্যই মেনে চলতে হবে।

খবরে আরও বলা হয়েছে, বিক্ষোভে অংশ নেওয়াদের গ্রেফতার এবং নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছেন গোয়েন্দারা। তাদের ভিসা বাতিল করা হবে। এছাড়া পুনরায় তাদের কুয়েত প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা জারি করা হবে।

শুক্রবার (১০ জুন) কুয়েত সিটির ফাহাহিল এলাকায় শুক্রবার প্রবাসী মুসলিমরা মহানবী (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি’র মুখপাত্র নুপুর শর্মার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন। তারা বিক্ষোভে নুপুর শর্মার বিরুদ্ধে এবং মহানবী (সা.)-এর প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেন।

এসব প্রবাসী মুসলিমদের বেশিরভাগ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। বিক্ষোভের একটি ভিডিওতে ৪৫-৫০ জন মানুষকে ‘আল্লাহু আকবার’, ‘লা ইলাহা ইল্লালাহ’ স্লোগান দিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে।

পরে বিক্ষোভস্থলথেকে প্রতিবাদকারীদের সরিয়ে দেওয়া হয়। দাঙ্গা পোশাক পরা বিপুল সংখ্যক পুলিশ সেখানে হাজির হয় এবং বিক্ষোভকারীদের ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়।

বিক্ষোভে অংশ নেওয়া কুয়েতি নাগরিকদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবে সরকার।

নুপুর শর্মার মন্তব্যের পর কুয়েকত সরকার এক বিবৃতিতে নিন্দা জানিয়েছে। একই সঙ্গে সরকার ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এবং ভারত সরকারের কাছ থেকে ক্ষমা চাওয়ার দাবি জানায়।

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন