গাজায় স্থল অভিযানের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। আক্রমণের নির্দিষ্ট সময় না বললেও প্রস্তুতির এই নির্দেশ দিয়েছেন তিনি। চীনা বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গাজার কাছে ইসরায়েলের সাউদার্ন কমান্ড সেনা অঞ্চল পরিদর্শন করেন গ্যালান্ট। সফরের সময় ইসরায়েলি পদাতিক বাহিনীকে তিনি বলেছেন, স্থল অভিযানের জন্য সংগঠিত এবং প্রস্তুত হোন।
সাউদার্ন কমান্ড অঞ্চলে ৭ অক্টোবর প্রথম আক্রমণ করেছিল হামাস। সেই পরিপ্রেক্ষিতে এখানে সামরিক শক্তির সমাবেশ করছে ইসরায়েল।
হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন করে দিতে গাজায় স্থল অভিযান পরিচালনার কথা বলে আসছেন ইসরায়েলের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এর আগে গাজায় স্থল অভিযান শুরু করার কথা জানিয়েছিল। এজন্য তারা বিমান থেকে প্রচারপত্র ছেড়ে গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণে চলে যাওয়ার নির্দেশনাও দিয়েছিল।
অভিযান শুরুর ঘোষণা দিলেও রবিবার ভোর পর্যন্ত ইসরায়েলের পদাতিক বাহিনী গাজায় আক্রমণ করেনি। এর মধ্যে গাজা সীমান্তে সীমিত আকারে কিছু সেনা প্রবেশ করেছিল। তখন বলা হয়েছিল, তারা জিম্মিদের উদ্ধারের চেষ্টা চালিয়েছে। এ সময় কয়েকজন জিম্মির মরদেহ উদ্ধার করা হয়।
গাজায় কমপক্ষে ২০৩ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে রেখেছে হামাস। ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে এক হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও বিদেশি নিহত হয়েছেন।