লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলে একটি বিমান হামলায় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর একজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) এই হামলা চালায় ইসরায়েল। তিনটি গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, নিহত কমান্ডারের নাম উইসাম তাবিল। তিনি জাওয়াদ নামেও পরিচিত। হিজবুল্লাহের অভিজাত বাহিনী রাদওয়ানের একটি ইউনিটের উপ-প্রধান ছিলেন তিনি।
বিবিসি’র খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ গোষ্ঠীও তাবিলের নিহতের কথা নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গোষ্ঠীটি।
তিনটি সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স বলেছে, লেবাননের মাজদাল সেলম গ্রামে বিমান হামলায় একটি গাড়িতে থাকা তাবিল ও অপর এক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন।
এক সূত্র বলেছে, এটি খুব বেদনাদায়ক হামলা।
অপর একটি সূত্র বলেছে, এখন উত্তেজনা বাড়বে।
এর আগে লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত না হতে ইসরায়েলকে সতর্ক করেছিলেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ।
৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সীমান্তে গুলি বিনিময় করছে ইসরায়েলি সামরিক বাহিনী এবং ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। ফলে উভয় পক্ষের মধ্যে সহিংসতার সম্ভাব্য বৃদ্ধি এবং সংঘাতের একটি নতুন পর্যায় শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।