ইয়েমেনের সানা বিমানবন্দর, আল-দাইলামি সামরিক ঘাঁটি এবং হোদেইদাহ বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এই হামলা হয়েছে। হুথি ও ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইসরায়েলি বিমান হামলায় সানা বিমানবন্দর এবং সংলগ্ন আল-দাইলামি সামরিক ঘাঁটিতে আঘাত করা হয়েছে। এছাড়া, হোদেইদাহ বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালানো হয়েছে। হুথিদের আল-মাসিরাহ টিভি চ্যানেল এই হামলাকে ‘ইসরায়েলি আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে।
ইসরায়েল এখনও এই হামলা নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে, হামলার একদিন আগে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ছোড়া হয়।
সানা বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারে হামলার কারণে এটি কার্যক্রম পরিচালনায় অক্ষম বলে জানিয়েছেন ইয়েমেনভিত্তিক সাংবাদিক হুসাইন আল-বুখাইতি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার হুথিদের অবকাঠামো ধ্বংসের নির্দেশ দেন। হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ১৬ জন আহত হওয়ার পর তিনি এই নির্দেশ দিয়েছিলেন।
ইসরায়েলের গাজায় হামলার পর থেকে হুথি যোদ্ধারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলি স্বার্থ লক্ষ্যবস্তু করে আসছে। হুথিরা জানায়, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এই পদক্ষেপ নিয়েছে।
ইসরায়েলের গাজায় হামলায় এ পর্যন্ত ৪৫ হাজার নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ৭ অক্টোবর ২০২৩ তারিখে হামাসের ইসরায়েল আক্রমণের পর এই সংঘাত শুরু হয়।