X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ইয়েমেনে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ সীমিত করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ১২:৪২আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১২:৪২

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনে তাদের সামরিক হামলার নির্দিষ্ট বিস্তারিত তথ্য প্রকাশ করবে না। রবিবার (২৭ এপ্রিল) ‘অপারেশনাল নিরাপত্তা’ রক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জানানো হয়েছে, এই হামলাগুলো হুথি বিদ্রোহীদের ওপর ‘মারাত্মক প্রভাব’ ফেলেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, অপারেশনাল নিরাপত্তা বজায় রাখতে আমরা ইচ্ছাকৃতভাবে চলমান বা ভবিষ্যৎ অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ সীমিত করেছি। আমরা আমাদের অভিযান পরিচালনায় অত্যন্ত সচেতন, তবে কী করেছি বা ভবিষ্যতে কী করবো সে বিষয়ে নির্দিষ্ট তথ্য প্রকাশ করবো না।

রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ইয়েমেনে মার্কিন হামলা জোরদারের নির্দেশ দেন। তার প্রশাসন জানিয়েছে, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে নৌযানগুলোর ওপর আক্রমণ বন্ধ না করা পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।

হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মার্কিন হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। এর মধ্যে এপ্রিলের মাঝামাঝি একটি তেল টার্মিনালে চালানো হামলায় ৭৪ জন নিহত হয়। ট্রাম্প প্রশাসনের অধীনে ইয়েমেনে এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিল এটি।

মানবাধিকার কর্মীরা বেসামরিক হতাহত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনজন ডেমোক্র্যাটিক সিনেটর বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে বেসামরিক প্রাণহানির হিসাব চেয়ে চিঠি দিয়েছেন। তাদের মধ্যে সিনেটর ক্রিস ভ্যান হোলেনও রয়েছেন। সেই সঙ্গে হেগসেথের বিরুদ্ধে সিগন্যাল নামক অবাণিজ্যিক মেসেজিং অ্যাপ ব্যবহার করে ইয়েমেনে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করার অভিযোগও উঠেছে।

সেনাবাহিনী জানিয়েছে, তারা মার্চের মাঝামাঝি থেকে ৮০০-রও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যেখানে শত শত হুথি যোদ্ধা এবং বেশ কয়েকজন হুথি নেতা নিহত হয়েছে। পাশাপাশি তাদের বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলাগুলো হুথিদের একাধিক কমান্ড ও কন্ট্রোল কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত অস্ত্র উৎপাদন সুবিধা এবং উন্নত অস্ত্র মজুদ কেন্দ্র ধ্বংস করেছে।

ওয়াশিংটন বলেছে, হামলার উদ্দেশ্য হচ্ছে হুথি বিদ্রোহীদের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা নষ্ট করা। একই সঙ্গে বেসামরিক ক্ষয়ক্ষতি কমিয়ে আনা।

গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে হুথিরা লোহিত সাগরে নৌযানগুলোর ওপর আক্রমণ শুরু করেছে। তাদের দাবি, ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোকেই লক্ষ্যবস্তু করছে তারা।

/এস/
সম্পর্কিত
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
তুরস্কে বিরোধীদলীয় আরও ৩ মেয়র গ্রেফতার
সর্বশেষ খবর
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন