X
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২

ইসরায়েলি হামলায় ইরানে নিহত অন্তত ৭৮, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৫, ১৯:৫৮আপডেট : ১৩ জুন ২০২৫, ২০:২১

ইরানে ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন নিহত এবং ৩২৯ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম নূর নিউজ। শুক্রবার তাদের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে বলা হয়, তেহরান ও আশপাশের এলাকায় রাতে চালানো ইসরায়েলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েল বৃহস্পতিবার রাতে ইরানে ব্যাপক বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং বিপ্লবী গার্ডের শীর্ষ কর্মকর্তারা।

ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয় জন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেয়েদুন আব্বাসি।

ইসরায়েলি হামলায় বিজ্ঞানী ছাড়াও সামরিক ও বেসামরিকসহ একাধিক উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন রয়েছেন দেশটির দুই শীর্ষ কর্মকর্তা সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং রেভল্যুশনারি গার্ডসের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।

ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু কেবল পারমাণবিক এবং সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকেনি। রাজধানী শহরের একাধিক আবাসিক ভবনও বিমান হামলার শিকার হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং সংবাদমাধ্যমের প্রতিবেদকরা জানিয়েছেন, নিহতদের মধ্যে অনেক নারী ও শিশুর মরদেহও দেখা গেছে।

এদিকে, বাংলাদেশ সময় শুক্রবার রাতে পাওয়া খবরে জানা গেছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে একটি সামরিক বিমানঘাঁটির কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা ইরনা। তারা জানিয়েছে, কয়েক ঘণ্টা আগে হামেদানে একটি প্রবল বিস্ফোরণ হয়েছে, যা রাজধানী তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে নোজেহ বিমানঘাঁটির কাছেই।

এর আগে, ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ইরানে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।

সূত্র:  বিবিসি, টাইমস অব ইসরায়েল

/এএ/এমওএফ/
সম্পর্কিত
সিরিয়ার শাসকগোষ্ঠীর সঙ্গে আল কায়েদার সক্রিয় সংযোগ পায়নি জাতিসংঘ
পাকিস্তানে অস্ত্রের মুখে অপহৃত ৯ জনের মরদেহ উদ্ধার
লন্ডনে বাংলাদেশি পাড়ায় সুশাসনের উদ্বেগ
সর্বশেষ খবর
কর্ণফুলী ইপিজেডে কারখানায় আগুন
কর্ণফুলী ইপিজেডে কারখানায় আগুন
মোদিকে হাড়িভাঙা আম উপহার পাঠাচ্ছেন ড. ইউনূস
মোদিকে হাড়িভাঙা আম উপহার পাঠাচ্ছেন ড. ইউনূস
অধ্যাপক আবুল বারকাত কারাগারে
অধ্যাপক আবুল বারকাত কারাগারে
অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, সড়ক অবরোধ করে বিক্ষোভ
অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, সড়ক অবরোধ করে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার