X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

তুরস্ক, কাতার, সৌদি আরব বোমা হামলায় জড়িত: সিরিয়ার দাবি

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৬, ০৯:৫৬আপডেট : ২৪ মে ২০১৬, ১০:০২
image

সিরিয়ার সরকার দেশটির উপকূলীয় দুটি শহরে বোমা হামলার জন্য তুরস্ক, কাতার এবং সৌদি আরবকে দায়ী করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জতিসংঘকে লেখা এক চিঠিতে ওই দোষারোপ করা হয়। শান্তি আলোচনা ব্যাহত করতেই তারা বোমা হামলা চালিয়েছে বলে দাবি সিরীয় সরকারের।

উপকূলীয় টারতোস শহরে চালানো হয় ভয়াবহ বোমা হামলা

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জাতিসংঘের উদ্দেশে লেখা এক চিঠিতে বোমা হামলার নিন্দা জানানো হয়েছে। সানায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রিয়াদ, আঙ্কারা এবং দোহার উগ্রবাদী এবং বিদ্বেষপরায়ণ শাসকরা ওই সন্ত্রাসী বোমা হামলা চালিয়েছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘তারা (তুরস্ক, কাতার এবং সৌদি আরব) জেনেভা শান্তি আলোচনা এবং অস্ত্রবিরতি চুক্তি নস্যাৎ করতে চায়। একই সঙ্গে তারা সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর অবদানকেও ভিন্নখাতে প্রবাহিত করতে চায়।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার কয়েকটি সশস্ত্র সংগঠনকে তুরস্ক, কাতার এবং সৌদি আরব মদদ দিয়ে থাকে। আবার দেশগুলো ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক জোটেরও অংশ।

এদিকে, ইসলামিক স্টেট (আইএস) ভূমধ্যসাগরীয় দুই শহরে চালানো ওই বোমা হামলার দায় স্বীকার করে বলেছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থকদের লক্ষ্য করে তারা এ হামলা চালাচ্ছে।

টারতোস শহরের বাস স্টেশনে চালানো হয় বোমা হামলা

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সোমবার (২৩ মে) সরকার-নিয়ন্ত্রিত জাবলেহ এবং টারতোস শহরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। শহর দুটিতে রুশ সেনাদের উপস্থিতিও রয়েছে। টারতোস শহরে রয়েছে রুশ নৌঘাঁটি এবং জাবলেহ শহরে রয়েছে রুশ বিমান ঘাঁটি।

জাতিসংঘ, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রুশ কর্তৃপক্ষ এই হামলার নিন্দা জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ‘একটি যুদ্ধ যেখানে আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। সেখানে শান্তি চুক্তি বাস্তবায়নের ওই হামলা বিঘ্ন ঘটাতে পারে।’

সূত্র: বিবিসি।

আরও পড়ুন: 

সিরিয়ার দুই শহরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ

সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধে ৬০,০০০ কারাবন্দির প্রাণহানি: পর্যবেক্ষক সংস্থা

/এসএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
নির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা