X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
লোকসভা নির্বাচন ২০১৯

অনেক কেন্দ্রেই কাজ করেনি ইভিএম, নেতাদের ক্ষোভ

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৯, ০১:২২আপডেট : ২০ মে ২০১৯, ০১:২৮

ভারতের লোকসভা নির্বাচনে অনেক ভোটকেন্দ্রেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কাজ করেনি বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’র এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ইভিএম জটিলতা দেখা গেছে। এছাড়া অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরও অভিযোগ, তার রাজ্যের অন্তত ৩০ শতাংশ ইভিএম ঠিকভাবে কাজ করেনি। নির্বাচন কমিশনও জানিয়েছে ৩৭২টি ইভিএম ঠিকমতো কাজ করেনি।


অনেক কেন্দ্রেই কাজ করেনি ইভিএম, নেতাদের ক্ষোভ

২০১৯ সালের ১১ এপ্রিল শুরু হয়েছিল ভারতের এবারের লোকসভা নির্বাচন। ইতোমধ্যে ছয় দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। শেষ দফায় মোদি ছাড়াও অন্য হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা, রবিশঙ্কর প্রসাদ, এইচ কে বাদল এবং হরদীপ সিং পুরি। এছাড়া ভাগ্য নির্ধারণ হবে কিরণ খের, সানি দেওল, রবি কিষাণের মতো বিজেপি’র তারকা প্রার্থীদের। ভাগ্য নির্ধারণ হবে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, তারকা প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরাৎ জাহানের। কংগ্রেসে রয়েছে শত্রুঘ্ন সিনহা ও মীরা কুমারের মতো শক্তিশালী প্রার্থীরা।

হিন্দুস্তান টাইমস জানায়, পশ্চিমবঙ্গে বেশ কিছু ভোটকেন্দ্রে ইভিএম কাজ করছে না। বয়স্কদের জন্য আলাদা সারি ছিলো না বলেও অভিযোগ রয়েছে। সাউথ সিটি কলেজ কেন্দ্রে ইভিএম বিকল থাকায় ভোট দেরী করে শুরু হয়েছে।  

এদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বরেছেন, আমি সবসময়ই ইভিএমের জায়গায় ব্যালট পেপার ব্যবহারের কথা বলে আসছি। কারণ ইভিএম ফলাফল প্রভাবিত করা যায়। কিন্তু নির্বাচন কমিশন রাজি হয়নি।

অন্ধ্রপ্রদেশের প্রায় সবগুলো জেলাতেই কারিগরি ত্রুট দেখা দিয়েছে ইভিএমে। অনন্তপুর,গুনতুর, কাদাপা, কুরনুলসহ বেশ কিছু জায়গায় শুরু হয়নি সময়মতো ভোটগ্রহণ।

মুখ্যমন্ত্রী বলেন, অন্তত এখন নির্বাচন কমিশনের বিষয়টি নিয়ে পুনরায় ভাবা উচিত। 

ইভিএমের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে দেওয়া পোস্টে মমতা বলেন, ‘আমি বুথফেরত জরিপের রটনায় বিশ্বাস করি না। এটা একটা গেম প্ল্যান, যাতে এই রটনার মাধ্যমে হাজার হাজার ইভিএম বদলে দেওয়া যায়।

/এমএইচ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক