X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

পশ্চিমবঙ্গে কোনও নাগরিক তালিকা নয়: মমতা

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৯

পশ্চিমবঙ্গে কোনও নাগরিক তালিকা বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় এক আলোচনায় অংশ নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি-র প্রতি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া। মমতা বন্দোপাধ্যায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি মানি না। আসামে সম্ভব হলেও পশ্চিমবঙ্গে এর বাস্তবায়ন অসম্ভব। কোনওভাবেই এ রাজ্যে এটি করতে দেওয়া হবে না।

তিনি বলেন, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও ধর্মীয় সম্প্রদায়ের ক্ষেত্রে নাগরিক সংশোধনী আইন পার্লামেন্টে তুলতে দেবে না তার দল।

মমতা বলেন, ‘দেশের সব গুরুত্বপূর্ণ সাংবিধানিক কাঠামো আজ আক্রান্ত! কারও কোনও স্বাধীনতা নেই। ভোটে জিতে ক্ষমতায় এসেছে বলে বিজেপি যা খুশি করছে। আমি আবার বলছি, এদের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র রাস্তা হচ্ছে আন্দোলন। চলুন, সমস্ত বিরোধী দল গোটা দেশে একযোগে আন্দোলন শুরু করি। বাংলা আন্দোলনের মাটি, আমরা প্রতিবাদ করতে ভয় পাই না।’

আসামের নাগরিক তালিকায় ১৯ লাখ মানুষের নাম বাদ যাওয়া, সাবেক অর্থমন্ত্রী চিদাম্বরমকে গ্রেফতার করে তিহার জেলে রাখা, জম্মু-কাশ্মির থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পদ্ধতি ইত্যাদি বিভিন্ন ইস্যুতে নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চন্দ্রযান অভিযান নিয়েও মোদি সরকারের মাতামাতির সমালোচনা করেন মমতা। তিনি বলেন, মনে হচ্ছে প্রথমবার চন্দ্রযান পাঠানো হলো। ওরা ক্ষমতায় না থাকলে যেন এই ধরনের অভিযান হতো না। এটা দেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরানোর চেষ্টা।

মমতা কটাক্ষ করে বলেন, বিজেপি নেতারা চাঁদে গিয়ে জায়গা রাখুন। ওখানে গিয়ে ফ্ল্যাট বানিয়ে থাকুন। সূত্র: পার্স টুডে, দ্য টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক