X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভারতে গণেশ বিসর্জনের সময় নৌকাডুবে নিহত অন্তত ৩০

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:২০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৩

ভারতে হিন্দু ধর্মীয় উৎসব গণেশ চতুর্থী উৎসবের প্রতিমা বিসর্জনের সময় পৃথক নৌকাডুবির ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এরমধ্যে মধ্য প্রদেশে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এছাড়া মহারাষ্ট্র প্রদেশে আরও কয়েকটি পৃথক নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয়েছে আরও ১৮ জনের। ভারতে গণেশ বিসর্জনের সময় নৌকাডুবে নিহত অন্তত ৩০

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম দেবতা গণেশের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী উৎসব। সপ্তাহব্যাপী বিভিন্ন পূজা পার্বন শেষে অনন্ত চতুদর্শীতে গণেশ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব। বৃহস্পতিবার ভোর রাতে শুরু হওয়া অনন্ত চতুদর্শী চলে শুক্রবার সকাল পর্যন্ত।

স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে মধ্য প্রদেশের ভোপালের একটি লেকে গণেশ প্রতিমা বিসর্জনের সময় ২০ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এই ঘটনায় অন্তত ১২ জন নিহত হন। আর ছয় জনকে উদ্ধার করা হয়। বাকিদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে উদ্ধারকর্মীরা।

মধ্য প্রদেশের মন্ত্রী পিসি শর্মা বলেন, বিশালাকৃতির গণেশ প্রতিমা বহনকারী আরোহীরা নৌকার এক পাশে বসে পড়লে তা ডুবে যায়। এ ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাজ্য সরকার জানিয়েছে, নিহতদের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মহারাষ্ট্রের ১১টি জেলায় গণেশ প্রতিমা বিসর্জনের সময় পৃথক নৌকাডুবির ঘটনায় আরও ১৮ জন নিহত হয়েছেন। অমরাবতী, নাসিক, থানে, সিন্ধুদুর্গ, রত্নাগিরি, ঢুলে, বান্দারা, নান্দিদ, আহমেদনগর, আকোলা ও সাতারা জেলায় এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এরমধ্যে অমরাবতীতে চার জন, রত্নাগিরিতে তিন জন, নাসিক, সিন্ধুদুর্গ ও সাতারা জেলায় দুই জন করে ও বাকি জেলাগুলোর প্রতিটিতে একজন নিহত হয়েছে।

/জেজে/এএ/এমওএফ/
সম্পর্কিত
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া