X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আরাকান আর্মির শীর্ষ কমান্ডারের স্ত্রী-সন্তান থাইল্যান্ডে আটক

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৯, ২২:০১আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২২:০৭

মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) এক শীর্ষ কমান্ডারের স্ত্রী ও দুই সন্তানকে আটক করেছে থাইল্যান্ড। গত বুধবার মিয়ানমারের সীমান্তবর্তী চিয়াং মাই শহর থেকে তাদের আটক করা হয়। শুক্রবার দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, মিয়ানমার কর্তৃপক্ষ পাসপোর্ট বাতিল করায় তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তাদের চিয়াং রাই প্রদেশের মায়ে সাই জেলার একটি অভিবাসন কেন্দ্রে রাখা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। স্ত্রীর সঙ্গে আরাকান আর্মির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল তুন মিয়াত নাইন

মিয়ানমারের জাতিগত সংঘাত ও দারিদ্র্য-জর্জরিত রাখাইনে কেবল রোহিঙ্গারাই একমাত্র নিপীড়িত জাতিগোষ্ঠী নয়। রাখাইন বৌদ্ধরা (আরাকান জাতিভূক্ত) সহ সেখানকার বিভিন্ন জাতিগোষ্ঠী সেনাপ্রাধান্যশীল কেন্দ্রীয় সরকারের নিপীড়নের শিকার হয়। কেবল রোহিঙ্গা ছাড়া বাদবাকি সব জনগোষ্ঠীর স্বীকৃতির প্রশ্নকে সামনে রেখে সশস্ত্র বিদ্রোহ করছে আরাকান আর্মি। আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে এই সরব ভূমিকা বিশেষত রাখাইন বৌদ্ধদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতার ভিত্তি তৈরি করেছে। এবছর সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাতের কারণে ৩৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিদ্রোহী গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে মিয়ানমার।

আরাকান আর্মির অন্যতম শীর্ষ কমান্ডার মেজর জেনারেল তুন মিয়াত নাইন (৪১)। বুধবার তার স্ত্রী নিন জার ফিউ (৩৮) ও তাদের ১১ বছরের মেয়ে সাও পায়ে সান ও ১১ মাস বয়সী ছেলে মিয়াত লিন জানকে আটক করে থাই কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক কর্মকর্তা বলেন, ‘মিয়ানমার কর্তৃপক্ষ তাদের পাসপোর্ট বাতিল করায় তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। আমরা বর্তমানে মামলাটি তদন্ত করছি’। তবে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি দাবি করেছে, ভিসার মেয়াদ নবায়ন করতে গেলে তাদের আটক করা হয়।

থাই কর্তৃপক্ষ হিন জার ফিউকে আটক করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাখাইনের এক অ্যাকটিভিস্ট। আরাকান ইনফরমেশন সেন্টারের প্রধান নিয়াই নিয়াই লুইন বলেন, তাদের গ্রেফতার করা এবং ফেরত পাঠানো উচিত হবে না কারণ এটা স্পষ্ট যে মিয়ানমার কর্তৃপক্ষ তাদের আটক করে জেলে পাঠাবে আর নিপীড়ন করবে। এতে করে রাখাইনের জনগোষ্ঠী, সরকার ও সেনাবাহিনীর মধ্যকার বিরোধ আরও বাড়বে।

এর আগে গত জুলাইতে আরাকান আর্মি সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে আটক করে সিঙ্গাপুর। পরে নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

/জেজে/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না