X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিপর্যয় ডেকে নিয়ে আসবে: ইমরান খান

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২০, ১৮:৫৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৯:৪৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিশ্বের জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার সকালে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের সাইডলাইনে এ বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিপর্যয় ডেকে নিয়ে আসবে: ইমরান খান
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, ‘আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছি, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লে তা দুনিয়াজুড়ে বিপর্যয় ডেকে নিয়ে আসবে।’ তবে ট্রাম্প তার এ কথার কোনও জবাব দেননি।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে মধ্যস্থতা করতে ২০১৯ সালের অক্টোবরে তেহরান সফর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বুধবারের সংবাদ সম্মেলনে ইমরান জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের অবস্থান ইতিবাচক।

তিনি বলেন, যুদ্ধ কখনও সমাধান নয়। আপনি যদি একটি সমস্যা সমাধানের জন্য সামরিক শক্তি ব্যবহার করেন, তাহলে অন্য পাঁচটি সমস্যা সামনে চলে আসবে। বিষয়টি একটি অপ্রত্যাশিত পরিণতির দিকে ধাবিত হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, রক্তপাত ও যুদ্ধের মাধ্যমে যারা সংকট নিরসনের চেষ্টা করে তারা দুনিয়াতে বিপর্যয় ডেকে নিয়ে আসে।

ইমরান খান বলেন, আমি আবারও বলছি এই সংঘাতের প্রভাব তেলের দামের ওপর গিয়ে পড়বে। এটা হবে পুরো অঞ্চলের জন্য একটি বিপর্যয়।

আপনি কি মনে করেন ট্রাম্প ইরানের সঙ্গে সংলাপ চান? মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-এর এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন, এটাই হবে বুদ্ধিমানের কাজ।

তিনি বলেন, আফগানিস্তানের দিকে তাকান। সেখানে প্রায় ১৯ বছর ধরে সংঘাত চলছে। আমরা এখনও একটি সমাধান খুঁজছি, এখনও শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র কি আরেকটি সংঘাত চাইছে? বিশ্বাস করুন, আফগানিস্তানের চেয়ে ইরান অনেক অনেক বেশি জটিল জায়গা।

এদিন কাশ্মির ইস্যুতেও কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিষয়টি নিয়ে দুই পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দেশ পাকিস্তান ও ভারতের সঙ্গে মধ্যস্থতা করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি। ভারতের মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইমরান খান। সূত্র : আল জাজিরা, সিএনবিসি।

/এমপি/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
গাজায় ইসরায়েলি আগ্রাসনে মরক্কোর নেপথ্য সহযোগিতা
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক