X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রুডোর বাসভবনে ‘বেপরোয়া’ অনুপ্রবেশ, সশস্ত্র বাহিনীর সদস্য আটক

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০২০, ১৩:৫৩আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৩:৫৮
image

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও গভর্নর জেনারেল জুলি পায়েট্টের সরকারি বাসভবন এলাকায় অনুপ্রবেশের অভিযোগে এক অস্ত্রধারীকে আটক করেছে কানাডার পুলিশ।  স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে বেপরোয়াভাবে একটি ট্রাক চালিয়ে ওই দুই বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছিলো ওই অভিযুক্ত। তবে ঘটনার সময় ট্রুডো ও পায়েট্টে বাড়িতে ছিলেন না। রয়েল কানাডিয়ান মাউন্টেন পুলিশের (আরসিএমপি) বিবৃতিকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে পরিচয় প্রকাশ না করা হলেও সেনাবাহিনী জানিয়েছে, ওই ব্যক্তি সশস্ত্র বাহিনীর সদস্য।

ট্রুডোর বাসভবনে ‘বেপরোয়া’ অনুপ্রবেশ, সশস্ত্র বাহিনীর সদস্য আটক

আরসিএমপি-এর এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার একটি কালো পিকআপ ট্রাক নিয়ে অটোয়ার রিডিয়াও হল এলাকার মূল প্রবেশ পথ দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ওই অস্ত্রধারী। লোহার গেটের সঙ্গে ধাক্কা লেগে এক পর্যায়ে গাড়িটি নষ্ট হয়ে গেলেও ইতোমধ্যে কয়েকশ’ মিটার ভেতরে প্রবেশ করতে সক্ষম হয় এটি। এরপর ওই সে পায়ে হেঁটে একটি গ্রিনহাউসের দিকে এগিয়ে যেতে থাকলে পুলিশ তাকে আটকে দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আরসিএমপি’র এক সদস্য ওই সন্দেহভাজনের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছিলেন, আর ততক্ষণে আরসিএমপি’র জরুরি ব্যবস্থা ইউনিটকে ডাকা হয়। সকাল সাতটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে যায়। কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

কানাডার সেনাবাহিনী জানিয়েছে, ওই সন্দেহভাজন সশস্ত্র বাহিনীরই সদস্য। এ ব্যাপারে তারা আরসিএমপিকে সহযোগিতা করছে।

গ্লোবাল নিউহের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির হাতে একটি রাইফেল ও দুইটি শটগান ছিল। ওই ব্যক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, তার ক্ষতি করতে চাননি।

টরন্টো স্টারের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ দুইটি রোবট ব্যবহার করে ট্রাকটিতে তল্লাশি চালিয়েছে। ভেতর থেকে একটি কমলা রঙের কুলার, একটি লেদার জ্যাকেট ও সেনাবাহিনীর রেশন ছিল।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ