X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

গ্রেফতার অভিযানের আগে থানা থেকে ফোন পায় বিকাশ দুবে

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২০, ১৬:৫৮আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৭:৩৭

ভারতের উত্তর প্রদেশে আট পুলিশ হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বিকাশ দুবে’র অন্যতম সহযোগী দয়া শঙ্কর অগ্নিহোত্রীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। রবিবার এক বন্দুকযুদ্ধের পর তাকে আটক করা হয়েছে। গ্রেফতারের পর দয়া শঙ্কর জানিয়েছে, অভিযানের আগেই থানা থেকে ফোন করে বিকাশ দুবেকে কেউ একজন সতর্ক করে দেয়। এর পরেই সে ২৫-৩০ জনকে জোগাড় করে পুলিশের ওপর গুলি ছোড়ে। এছাড়া পুলিশ জানিয়েছে, বিকাশের মোবাইল ফোন লিস্টে অন্তত ২০ পুলিশ কর্মকর্তার নাম পাওয়া গেছে। এমনকি দুই কর্মকর্তা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে বলেও জানা গেছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিকাশ দুবে`র সহযোগী দয়া শঙ্করকে গ্রেফতার করেছে পুলিশ

গত শুক্রবার ভোরে ভারতের উত্তর প্রদেশের কানপুরে সন্ত্রাসী বিকাশ দুবেকে গ্রেফতার করতে গিয়ে অতর্কিত গুলিবর্ষণে কর্মকর্তাসহ আট পুলিশ সদস্য নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই বিকাশ দুবে ও তার সহযোগীরা গুলিবর্ষণ শুরু করে। সুপারিনটেনডেন্ট দেবেন্দ্র কুমার মিশ্রসহ নিহত অন্যদের মধ্যে রয়েছে, তিন জন সাব-ইন্সপেক্টর এবং চার জন কনস্টেবল। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বিকাশ।

রবিবার কানপুরের কল্যাণপুর এলাকায় বন্দুকযুদ্ধের পর আটক হয় বিকাশের সহযোগী দয়া শঙ্কর অগ্নিহোত্রী। গ্রেফতারের পর তার দাবি, পুলিশের ওপর হামলার সময়ে সে একটি বাড়িতে আটকা পড়েছিল। সে কারণে ওই সময় কী ঘটেছে তা দেখতে পায়নি।

এদিকে বিকাশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার অভিযোগে চৌবেপুর পুলিশ স্টেশনের এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিনয় তিওয়ারি নামের ওই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই। বার্তা সংস্থাটি জানিয়েছে, বিনয় তিওয়ারি নিয়মিত বিকাশ দুবের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিল আর অভিযানের সময় পুলিশের ব্যাকআপ টিম ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করিয়ে দেয়।

খুন, অপহরণ, চাঁদাবাজি ও দাঙ্গাবাজিসহ ৬০টিরও বেশি মামলায় আগে থেকেই অভিযুক্ত বিকাশ দুবে অভিযানের তথ্য আগে জানতে পারায় একে-৪৭সহ ভারি অস্ত্র জোগাড়ে সমর্থ হয়। আর পুলিশের বড় ধরনের একটি দলকে প্রাণঘাতী ফাঁদে ফেলার প্রস্তুতি নিতে সক্ষম হয়।

কানপুরের পুলিশ প্রধান মোহিত আগারওয়াল সব পুলিশের জন্য কঠোর সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, অপরাধীদের সহায়তা দেওয়ায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এএনআই জানিয়েছে, বিকাশ দুবেকে সর্বশেষ উত্তর প্রদেশের আরাইয়াতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সে হয় মধ্য প্রদেশ নয়তো রাজস্থানে পালিয়েছে। দুটি রাজ্যের সঙ্গেই যোগাযোগ করেছে উত্তর প্রদেশ পুলিশ।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক