X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বিক্ষিপ্ত সংঘর্ষে অচল কাশ্মির, বন্ধ ইন্টারনেট

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৬, ২০:০৭আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ২০:০৭
image

জম্মু-কাশ্মিরে চলমান আন্দোলনে বৃহস্পতিবারও (১৪ এপ্রিল) নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ অব্যাহত থাকে। ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাও ঘটেছে। হুরিয়ত (জি), জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) এবং হুরিয়ত (এম)-এর মতো স্বাধীনতাপন্থী রাজনৈতিক দলের ডাকা হরতালে এদিন কার্যত অচল হয়ে পড়ে কাশ্মির। রাজ্যের পাঁচ জেলায় ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। শ্রীনগর, হান্ডওয়ারা এবং আশেপাশের গ্রামে কারফিউ জারি করা হয়েছে। এরআগে মঙ্গলবারের বিক্ষোভে ৩ জন নিহত হওয়ার পর বুধবারও সংঘর্ষে নিহত হন আরেক বিক্ষোভকারী। সবমিলিয়ে এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: জম্মু-কাশ্মিরে বিক্ষোভ অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ৪

বিক্ষুব্ধ কাশ্মির

অভিযোগ উঠে, এক কাশ্মিরি নারীর ওপর যৌন নিপীড়ন করে এক ভারতীয় সৈনিক। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় শুরু হওয়া বিক্ষোভ দ্রুত দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো রাজ্যে। মঙ্গলবার বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে সত্তরোর্ধ্ব এক নারী এবং এক উদীয়মান ক্রিকেটার সহ ৩ জন নিহত হন। বুধবার কাঁদানে গ্যাসের শেলের আঘাত নিহত হন আরেক বিক্ষোভকারী। বৃহস্পতিবার শ্রীনগর, হান্ডওয়ারা ছিল সবচেয়ে উত্তপ্ত। প্রশাসন শ্রীনগর, হান্ডওয়ারা এবং আশেপাশের গ্রামে কারফিউ জারি করেছে। সেই সঙ্গে শ্রীনগর, কুপওয়ারা, বারামুলা, বান্দিপুরা এবং গান্দেরবাল জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে।  

আরও পড়ুন: কাশ্মিরে যৌন নিপীড়নের অভিযোগ আড়াল করতে চাইছে ভারতীয় সেনাবাহিনী!

নিহত উদীয়মান ক্রিকেটার নাইম কাদিরের মরদেহের পাশে স্বজনদের আহাজারি

এর আগে মঙ্গলবার সেনাবাহিনীর সরবরাহকৃত এক ভিডিওতে ওই কাশ্মিরি নারীকে সেনা সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করতে দেখা গেছে। সেনাবাহিনীর ছড়িয়ে দেওয়া ওই ভিডিওতে দেখা যায়, ওই নারী বলছেন, স্থানীয় এক ছেলে তার সঙ্গে অশোভন আচরণ করেছেন। কিন্তু তাতেও বিক্ষোভ দমানো সম্ভব হয়নি। মঙ্গলবার মিছিলে গুলি চালানোর ঘটনায় এক কর্মকর্তাকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিরাপত্তাবাহিনী চারিদিক থেকে ঘিরে রেখেছে হান্ডওয়ারাকে

আরও পড়ুন: মৃত আফজাল গুরু কেন ফিরে ফিরে আসেন

বুধবারই কাশ্মীরের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জরুরি তদন্তের দাবিতে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের সঙ্গে দেখা করেন। তিনি বলেন যে, এ ধরনের হত্যাকাণ্ড জন্য তার সরকারের তরফ থেকে চালানো শান্তি প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়বে। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা।

/এসএ/

সম্পর্কিত
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
লোকসভা নির্বাচন: আজ থেকে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা
ভ্রমণ ভিসায় বেনাপোল দিয়ে ৩ দিন ভারতে প্রবেশ বন্ধ
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?