X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ মহড়া বাতিলের শর্ত উত্তর কোরিয়ার

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৬, ১০:২০আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১০:২২
image

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সু ইয়ং যুক্তরাষ্ট্র যদি দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্ষিক সামরিক মহড়া বাতিল করে তখনই কেবল উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালানো স্থগিত করবে। মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিতই দিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সু-ইয়ং। উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ভীত হয় না বলেও দৃঢ় কণ্ঠে দাবি করেন তিনি। এদিকে শনিবারও সাবমেরিন থেকে ছোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকে বড় ধরনের সফলতা বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ২০০৬ সাল থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। গত জানুয়ারির প্রথম সপ্তাহে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালায়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে স্যাটেলাইট পরীক্ষা চালায় দেশটি। আর এ দুটি ঘটনাকেই জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন বলে মনে করা হয়। এরপর মার্চের শুরুর দিকে পিয়ংইয়ং-এর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ ও ওয়াশিংটন। সে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর এক পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং।
এসব পারমাণবিক পরীক্ষাকে আত্মরক্ষামূলক প্রস্তুতি হিসেবে উল্লেখ করেন রি সু ইয়ং। পারমাণবিক প্রতিরোধ গড়ে তোলার অধিকারিউত্তর কোরিয়ার রয়েছে বলে দাবি করেন তিনি। সু ইয়ং এর অভিযোগ, যুক্তরাষ্ট্রই তার দেশকে এ ধরনের আত্মরক্ষামূলক অস্ত্র তৈরিতে বাধ্য করেছে। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া বাতিল করা হলে তা আলোচনার দুয়ার খুলে দেওয়ার পাশাপাশি উত্তেজনা কমাবে।
আরও পড়ুন: শিগগিরই-পঞ্চম-পারমাণবিক-পরীক্ষা-চালাবে-উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন সু ইয়ং এপিকে বলেন, ‘আমরা যদি এভাবে পাল্টাপাল্টি পরীক্ষা অব্যাহত রাখি, তবে তা আমাদেরকে বড় ধরনের দুর্যোগের দিকে নিয়ে যাবে। কেবল দুটি দেশের জন্যই নয়, পুরো বিশ্বের জন্য তা দুর্যোগ ডেকে আনবে।’

তবে যৌথ এ সামরিক মহড়াকে দক্ষিণ কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার রক্ষার চিহ্ন বলে উল্লেখ করেছেন এক মার্কিন কর্মকর্তা।

এদিকে শনিবার উত্তর কোরিয়ায় পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়ে দেশটির সংবাদমাধ্যম কেসিএনএ’র খবরে বলা হয়, ‘পানির তলায় এ ধরনের অপারেশন চালানোর মতো প্রয়োজনীয় প্রযক্তিগত সক্ষমতা ক্ষেপণাস্ত্রটির রয়েছে।’ সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
সর্বশেষ খবর
‘আমি এমন একজনের সঙ্গে প্রেম করি যার সংসার আছে’
‘আমি এমন একজনের সঙ্গে প্রেম করি যার সংসার আছে’
সকালে ঢাকায় ঝুম বৃষ্টি, হতে পারে রাতেও
সকালে ঢাকায় ঝুম বৃষ্টি, হতে পারে রাতেও
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু, যা ভাবছেন বিএনপি নেতারা
ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু, যা ভাবছেন বিএনপি নেতারা