X
বুধবার, ২৬ মার্চ ২০২৫
১১ চৈত্র ১৪৩১

লন্ডনের নিউহামে আবারও মেয়র নির্বাচিত হ‌লেন র‌হিমা রহমান

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২৫ মে ২০২৪, ১৫:৩৫আপডেট : ২৫ মে ২০২৪, ১৬:০২

ব্রিটে‌নের বাংলা‌দেশী ক‌মিউ‌নি‌টির পরি‌চিত মুখ, নারী সংগঠক কাউন্সিলর র‌হিমা রহমান দ্বিতীয় বারের মতো লন্ডনের বাঙালি অধ্যূষিত নিউহাম কাউন্সিলের চেয়ার (সি‌ভিক মেয়র) নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। 

র‌হিমা রহমানই প্রথম কোন বাংলা‌দেশী যি‌নি এই বারার সি‌ভিক মেয়র নির্বা‌চিত হন।

নিউহাম কাউ‌ন্সি‌লের সভায় নির্বা‌চিত কাউ‌ন্সিলারদের প্রত‌্যক্ষ ভো‌টে চেয়ার অব দ‌্যা কাউ‌ন্সিল বা সি‌ভিক মেয়র হিসেবে ২য় বারের মত নির্বা‌চিত হন র‌হিমা। তিনি নিউহাম কাউ‌ন্সি‌লের পাচঁ বা‌রের নির্বা‌চিত কাউ‌ন্সিলার। 

পুনরায় নির্বা‌চিত সি‌ভিক মেয়র র‌হিমা রহমা‌নের জন্ম মৌলভীবাজা‌রে। তার বাবা মোঃ আবুল খ‌য়ের হো‌সেন নবীগ‌ঞ্জের ইনাতগ‌ঞ্জের সন্তান। র‌হিমারা দুই ভাই ও তিন বোন।  

র‌হিমা রহমা‌নের স্বামী মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সা‌বেক সভাপ‌তি মু‌জিবুর রহমান জসীম নিউহাম কাউ‌ন্সি‌লের তিন বা‌রের নির্বা‌চিত কাউ‌ন্সিলার। 

কর্মসূত্রে বাবা বিলেত প্রবাসী থাকায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে  রহিমা রহমান ইংল্যান্ডে আ‌সেন ১৯৮৭ সালে। 

‌র‌হিমার  শৈশব ও কৈ‌শোর কে‌টে‌ছে নিউহামেই। লিটল ইল‌ফোর্ড স্কুল ও নিউহাম ক‌লে‌জে লেখাপড়া ক‌রেন। ১৯৯৩ সালে ইউএলএ থেকে বিজনেস এন্ড ফাইন্যান্সে ডিগ্রী পাস করেন। 

২০০৮ সালে ব্রিকবেক ইউনিভার্সিটি থেকে পোষ্ট গ্রেজুয়েট ইন পলিট্রিক্স সম্পন্ন করেন। ২০০১ সালে মৌলভীবাজার সদর উপ‌জেলার  উত্তর মোলাইম গ্রামের মুজিবুর রহমান জসিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

রহিমা রহমান তার বাবা হাফিজ হাজী আবুল খয়ের হোসেনের অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। ১৯৯৮ সালে র‌হিমা লেবার পার্টিতে যোগ দেন। 

বিলেতের মুল ধারার বি‌ভিন্ন সংবাদপ‌ত্র ও মাই লন্ডন ম‌্যাগা‌জি‌নে লন্ডন ও নিউহাম শহরের উন্নয়নভাবনা নি‌য়ে গত দেড় দশক আ‌গেই র‌হিমার বি‌ভিন্ন নিবন্ধ প্রকা‌শিত হয়।

র‌হিমার প‌রিবা‌রের অন‌্য সদস‌্যরাও নিউহা‌ম বারার প‌রি‌চিত মুখ। 

নব্বই‌য়ের দশক থে‌কে র‌হিমা গ্রীন ষ্ট্রীট নেইবারহু‌ডের জন‌্য কাজ কর‌ছেন। মা ও শিশুর জীবনমা‌নের উন্নয়ন নি‌য়ে নির‌বি‌চ্ছিন্নভা‌বে গত তিন দশক ধ‌রে কাজ ক‌রা র‌হিমা ২০০৬ সালে প্রথমবা‌রের ম‌তোন নিউহাম কাউ‌ন্সি‌লের কাউ‌ন্সিলার নির্বা‌চিত হন।

/এস/
সম্পর্কিত
এরদোয়ানের হুমকি অগ্রাহ্য করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা
কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া ও ইউক্রেন: যুক্তরাষ্ট্র
সিউলে সিঙ্কহোলে পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু
সর্বশেষ খবর
ঈদে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আনসারের এজিবি সদস্যরা
ঈদে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আনসারের এজিবি সদস্যরা
ভারতে এক পয়েন্ট পেয়ে এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের
ভারতে এক পয়েন্ট পেয়ে এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের
সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯ টাকা নির্ধারণের দাবি
সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯ টাকা নির্ধারণের দাবি
২৬ মার্চ ভোরে গাবতলী-নবীনগর সড়কে পাঁচঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল
২৬ মার্চ ভোরে গাবতলী-নবীনগর সড়কে পাঁচঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-ভারতের ম্যাচ কখন, দেখবেন কোথায়?
বাংলাদেশ-ভারতের ম্যাচ কখন, দেখবেন কোথায়?
তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল
তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল
নিখোঁজ হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিখোঁজ হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার
১০ হাজার টাকা ঘুষ নেওয়া এলজিইডি প্রকৌশলীর পাঁচ বছরের কারাদণ্ড
১০ হাজার টাকা ঘুষ নেওয়া এলজিইডি প্রকৌশলীর পাঁচ বছরের কারাদণ্ড
বাইরের লোক দিয়ে চলে কম্পিউটারে কাজ, সরকারি ফির ১০ গুণ আদায়
শশরা ইউনিয়ন ভূমি অফিসবাইরের লোক দিয়ে চলে কম্পিউটারে কাজ, সরকারি ফির ১০ গুণ আদায়