X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মৃত্যুপথযাত্রী নাতিকে শেষ বিদায় জানাতে বিমান ঘুরিয়ে প্রশংসায় ভাসছেন পাইলট

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৬, ২২:০৯আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ০০:০১

মৃত্যুপথযাত্রী নাতিকে শেষ বিদায় জানাতে বিমান ঘুরিয়ে প্রশংসায় ভাসছেন পাইলট এমন ঘটনা ঘটতে পারে বলে নিশ্চই কখনও ভাবেননি দুই বিমানযাত্রী। কারণ আগে কখনও এমন ঘটনার কথা শোনা যায়নি। তাদের কাছে ঘটনাটি অত্যাশ্চর্য। হবে না কেন? যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দর থেকে দুবাই হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য রানওয়েতে চালু হয়ে টেক অফের আগ মুহূর্তে বিমান ঘুরিয়ে নেবেন পাইলট তা কে-ইবা ভেবেছিলেন। আর তা করা হলো, ওই দম্পতি যাতে তাদের মৃত্যুপথযাত্রী নাতিকে শেষ বিদায় জানাতে পারেন। এমন অপ্রত্যাশিত ঘটনার জন্ম দেওয়ায় ওই পাইলটের ভূয়সী প্রশংসা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরও পড়ুন: কার্টুন দেখে উড়তে চেষ্টা করে প্রাণ দিলো জাপানি শিশু

বেকি স্টিফেনসন নামে ব্রাডফোর্ডের এক ট্রাভেল এজেন্ট জানিয়েছেন, তার দুই কাস্টমার ম্যানচেস্টার থেকে আবুধাবি হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠেছিলেন। রানওয়েতে বিমান চালু হয়ে টেক অফের একেবারে পূর্ব মুহূর্তে ওই দম্পতি মোবাইলে একটি বার্তা পান। তাতে বলা হয়েছে, তাদের নাতি খুব অসুস্থ। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। বার্তাটি পাওয়ার পর ওই যাত্রীরা বিমানের ক্রুদের বিষয়টি জানান। ক্রুরা বিষয়টি বিমানের ক্যাপ্টেনকে জানালে তিনি বিমানটি ঘুরিয়ে নেন। পাইলট বিমানটি ঘুরিয়ে বোর্ডিং গেটে নিয়ে আসেন। এখানে ক্রুরা দ্রুত তাদের ব্যাগপত্র নামিয়ে দেন এবং বিমানবন্দরে তাদের গাড়িতে তুলে দেন। যাতে করে দম্পতি সোজা হাসপাতালে চলে যেতে পারেন।

আরও পড়ুন: বিয়ের দিনও ক্লাস নেওয়া বাদ দেননি যে শিক্ষক

যদিও ৩১ মার্চ ওই দম্পতির নাতি মারা যান। ওই দিনই তাদের অস্ট্রেলিয়া পৌঁছানোর কথা ছিল।

স্টিফেনসন ওই দম্পতির পরিচয় না জানিয়ে বলেন, নাতিকে শেষ বিদায় জানানোর সুযোগ দেওয়ার জন্য তারা খুব কৃতজ্ঞ। তিনি বলেন, তারা খুব খুশি হয়েছিলেন। তারা কখনও চিন্তা করেননি পাইলট তাদের জন্য বিমান ঘুরিয়ে নেবেন।

আরও পড়ুন: সাত বছরের বালকের এক বার্তায় বাঁচলো ১৫টি প্রাণ

স্টিফেনসন ফেসবুকে এক পোস্টে ইতিহাদ এয়ারওয়েজের ওই পাইলট ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। ওই পোস্টে লোকজন ভূয়সী প্রশংসা করছেন পাইলটের।

ইতিহাদ কর্তৃপক্ষ ওই দম্পতিকে ওই টিকিট দিয়ে পুনরায় অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ বহাল রেখেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে ইন্ডিপেনডেন্টের পক্ষ থেকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনও মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।

/এএ/

সম্পর্কিত
ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ: ব্রিটিশ আদালত
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে লন্ডন
পূর্ব লন্ডনে ছেলের হাতে বাংলাদেশি মা খুন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক