রোমান দার্শনিক মার্কাস সিসেরো একদা বলেছিলেন, শিক্ষকতার চাইতে মহৎ কোনও পেশা নেই। তাতাহির ফাতিমাও শিক্ষকতা পেশাকে এমন গুরুত্ব সহকারেই নিয়েছেন। ফলে ভারতের বিহারের একটি সরকারি উর্দু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও নিজের বিয়ের দিনও ক্লাস নেওয়া থেকে বিরত থাকেননি।
বিহারের সারান জেলার লাহলাদপুরের লাশকারিপুর গ্রামের স্কুলের শিক্ষক ফাতিমা। স্কুলটি পাটনা থেকে ১০০ কিলোমিটার দূরে। গত শনিবার ছিল ফাতিমার ‘নিকাহ’। পরদিন রবিবার ছিল তার ‘বিদায়’। কিন্তু তিনি এই দুই দিনও স্কুলের ক্লাস নিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়াকে ফাতিমা বলেন, বিয়ের জন্য দীর্ঘ ছুটি নেওয়া আমার পছন্দ নয়। আমার প্রধান অগ্রাধিকার শিক্ষার্থীদের পড়ানো।
সহশিক্ষা প্রাথমিক স্কুলটিতে চারজন শিক্ষক রয়েছেন। শিক্ষার্থীর সংখ্যা ১৪৫ জন। স্কুলটি প্রতিষ্ঠিত হয় ১৫৪ সালে। স্কুলে নেই কোনও দেয়াল, লাইব্রেরি, খেলার মাঠ, কম্পিউটার বা চিকিৎসা সামগ্রী। মাত্র তিনটি শ্রেণিকক্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস করে। সূত্র: হাফিংটন পোস্ট ইন্ডিয়া।
আরও পড়ুন:
- মুম্বাইয়ের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়াদের সবাই উদ্ধার
- নারীরা মন্দিরে গেলে ধর্ষণ বাড়বে!
- ছবিতে কেট-উইলিয়ামের ভারত সফর
/এএ/