X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

১ লাখ ৩৩ হাজার মুভমেন্ট পাস ইস্যু, মিনিটে ১৪ হাজার ভিজিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ১৬:৩৮আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১২:৫৪

সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন আজ বুধবার (১৪ এপ্রিল) প্রতি মিনিটে ১৪ হাজার ৫৫৭ জন মুভমেন্ট পাসের ওয়েবসাইট ভিজিট করছেন। পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত এক লাখ ৩২ হাজার ৮৭৯টি পাস ইস্যু করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) ওয়েবসাইট জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এর পর থেকে আজ বেলা ১টা পর্যন্ত মুভমেন্ট পাসের ওয়েবসাইট ভিজিট করেছেন দুই কোটি ৭৮ লাখ ৭৯ হাজার ৪৯৫ জন। এই সময়ে রেজিস্ট্রেশন করেছেন দুই লাখ ২২ হাজার ২২৯ জন। কিন্তু তাদের সবাই পাসের জন্য আবেদন করেননি। এখন পর্যন্ত এক লাখ ৩২ হাজার ৮৭৯টি পাস ইস্যু করা হয়েছে।

এত লোক কোথায় ও কেন যেতে চান এবং এই একটি পাস একবারই ব্যবহার করা যাবে জানার পরেও পাস নিয়ে রাখছেন কেন প্রশ্ন করছেন মাঠে দায়িত্বরত পুলিশকর্মীরা। আর চিকিৎসকরা বলছেন, এতো মানুষ বের হলে আসলে লকডাউনের কোনও সুফল আমরা পাব না। তারওপর রাজপথে বুধবারের অভিজ্ঞতা বলছে, মানুষ মুদির দোকানে যাওয়ার নাম করে পাস নিয়ে ঘুরি কিনতে যায়, হাসপাতালের নাম করে আত্মীয় বাড়ি  যাওয়ার চেষ্টাও করছে।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন শাখার এআইজি সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জরুরি প্রয়োজনের ভিত্তিতে যারা মুভমেন্ট পাসের জন্য আবেদন করছেন, তাদের প্রয়োজনীয়তার যুক্তিযুক্ত বিবেচনায় আমরা পাস দিচ্ছি। ২৬ ঘণ্টায় প্রায় পৌনে তিন কোটি আবেদন জমা পড়েছে।’ অযথা বাইরে ঘোরাফেরা না করে বাসায় থাকার কথাও বলেন তিনি। জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরে বাইরে বের হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, একটি নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট গন্তব্যের জন্য এই ‘মুভমেন্ট পাস’ ইস্যু করা হয়। ওই সময় অতিবাহিত হলে কিংবা নির্ধারিত গন্তব্য থেকে অন্য কোথাও যেতে হলে পুনরায় এই মুভমেন্ট পাস ইস্যু করতে হবে। এই পাস কেবমমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহারযোগ্য।

আরও পড়ুন-

মুভমেন্ট পাস নিয়ে ঘুড়ি কেনা!

৭ দিনের ‘সর্বাত্মক বিধিনিষেধ’ শুরু: যা করবেন না

আধা লকডাউন কতটা কার্যকর?

কঠোর বিধিনিষেধ মানাবে কে?

যেসব কারণে পুলিশের মুভমেন্ট পাস নেওয়া যাবে

লকডাউনে চলাচলে লাগবে ‘মুভমেন্ট পাস’

কোথায় পাবেন মুভমেন্ট পাস

 

/আরটি/ইউআই/এফএস/
সম্পর্কিত
চিকিৎসক-পুলিশ-ম্যাজিস্ট্রেট বাগবিতণ্ডা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট
২০ কোটির বেশি হিট মুভমেন্ট পাসের ওয়েবসাইটে
মুভমেন্ট পাস নিয়ে প্রাইভেটকারে করে হেরোইন পাচার!
সর্বশেষ খবর
গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল
গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল
ফিলিপাইনের বিমানবন্দরে গাড়িচাপায় শিশুসহ নিহত ২
ফিলিপাইনের বিমানবন্দরে গাড়িচাপায় শিশুসহ নিহত ২
ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার
ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার
সাহিত্য মহৎ মনোচিকিৎসক : ওলগা তোকারচুক
সাহিত্য মহৎ মনোচিকিৎসক : ওলগা তোকারচুক
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
হামজা বাংলাদেশের হয়ে খেলছে, আমি কেন পারবো না: সামিত সোম 
হামজা বাংলাদেশের হয়ে খেলছে, আমি কেন পারবো না: সামিত সোম 
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন