X
মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২, ৪ মাঘ ১৪২৮
সেকশনস

উন্নত দেশের মতো পুলিশ গড়ে তুলতেই নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ: আইজিপি

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২২:৩১

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ পুলিশকে উন্নত দেশের উপযোগী পুলিশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছি। এবারের কনস্টেবল নিয়োগ সেই প্রক্রিয়ারই অংশ। আমরা পুলিশকেও উন্নত দেশের উপযোগী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মেধা ও শারীরিকভাবে অধিক যোগ্য প্রার্থীদের কনস্টেবল পদে নিয়োগ করেছি।’ শনিবার (২৭ নভেম্বর) পুলিশ সদর দফতরের মিডিয়া শাখার এআইজি মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ কনস্টেবল নিয়োগ বিধি সংশোধনে সার্বিক সহায়তা প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন আইজিপি। অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। 

এ প্রসঙ্গে আইজিপি আরও বলেন, ‘ভবিষ্যতে পুলিশের সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে নিয়োগের ক্ষেত্রেও মেধা ও শারীরিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই নিয়োগ পাবেন। প্রধানমন্ত্রীর দুর্দমনীয় সাহস ও সুযোগ্য নেতৃত্বে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।’

জানা যায়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭ হাজার ৪০০ জন প্রার্থীর মধ্যে কনস্টেবল পদে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন ৩ হাজার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন নিয়মে কনস্টেবল নিয়োগের লক্ষ্যে প্রথমেই পিআরবি সংশোধনের উদ্যোগ নেন আইজিপি। এরপর খাগড়াছড়িতে এপিবিএন-এর বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে পরীক্ষার প্রতিটি ধাপ সম্পর্কে বাস্তবভিত্তিক ভিডিও ধারণ করা হয়। এগুলো পুলিশের ফেসবুক পেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়। গবেষণার ভিত্তিতে টাঙ্গাইল জেলা থেকে নমুনা সংগ্রহ করে পিটিসি টাঙ্গাইলে ‘মক’ নিয়োগ পরীক্ষারও আয়োজন করা হয়। 

প্রার্থীদের নতুন নিয়মে নিয়োগ পরীক্ষায় অভ্যস্ত করতে শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি, এপিবিএনসহ অন্যান্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের দিয়ে শারীরিক সক্ষমতা যাচাইয়ের ইভেন্টগুলোর অনুশীলন ইভেন্ট পরিচালনা করে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়।

মাঠ পর্যায়ে কনস্টেবল নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়োগ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের জন্য একাধিক ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) কোর্সের আয়োজন করা হয়েছে। কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে কেউ যাতে অসাধু পন্থা অবলম্বন করতে না পারে সেজন্য তৎপর ও সচেষ্ট ছিল পুলিশ। কয়েকটি জেলায় কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
বিদেশের টাকায় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আইজিপি
বিদেশের টাকায় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আইজিপি
মানবাধিকার লঙ্ঘনের মতো কোনও কাজ হয়নি: র‌্যাব
মানবাধিকার লঙ্ঘনের মতো কোনও কাজ হয়নি: র‌্যাব
মানসম্মত হেলমেট ব্যবহারে মোটরসাইকেল চালকদের প্রতি আইজিপির আহ্বান
মানসম্মত হেলমেট ব্যবহারে মোটরসাইকেল চালকদের প্রতি আইজিপির আহ্বান

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ
বিদেশের টাকায় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আইজিপি
বিদেশের টাকায় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আইজিপি
মানবাধিকার লঙ্ঘনের মতো কোনও কাজ হয়নি: র‌্যাব
মানবাধিকার লঙ্ঘনের মতো কোনও কাজ হয়নি: র‌্যাব
মানসম্মত হেলমেট ব্যবহারে মোটরসাইকেল চালকদের প্রতি আইজিপির আহ্বান
মানসম্মত হেলমেট ব্যবহারে মোটরসাইকেল চালকদের প্রতি আইজিপির আহ্বান
© 2022 Bangla Tribune