X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
জন্মদিনে

নূরুল হকের কবিতা

নূরুল হক
২৫ নভেম্বর ২০২২, ১৫:১৩আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৫:২০

অঙ্গার

কিছু জিনিস বর্তমান থেকে
                অতীত থেকে
       আর ভবিষ্যৎ থেকে
তুলার মতো ছিঁড়ে ছিঁড়ে বাতাসে ভেসে আসে।
আমি তা সন্তর্পণে কুড়াই এখানে।
এগুলোকেই একদিন বলা হয় অঙ্গার।


তোমার হাত

অস্তিত্ব উবুড় হয়ে থাকে মাঝে মাঝে
কোনো আলোই এসে আর পৌঁছায় না
তবু না-বেঁচে থেকে আর কী করার আছে
আমার হাত যেখানে থেমে গেছে
তোমার হাত সেখানে বাড়িয়ে দাও।


পাঠের শেষ নেই

তোমার শরীর যেন একটি দীর্ঘ বাক্য
সোজা দাঁড়িয়ে থাকে জগতে।
দেবদূতগণ পাঠ করতে থাকে ইশারায়
সূর্যালোক শোষণ করতে থাকে ঘাসে ঘাসে
আকাশ এবং মাটির মধ্য-দ্রাঘিমায়
            পৃথিবী হয়ে ওঠে একটি খোলা গ্রন্থ
সেখানে পাঠের কোনো শেষ নেই।


ক্রান্তি

রাত কাত হয়ে গেছে একদিকে
আমি হামাগুড়ি দিয়ে খুঁজছি
        ভোরবেলার পথ।


ভাঁজ-পর্ব

শত পরতের শত এলোমেলো
                    ভাঁজ
খুলতে গিয়ে দেখি,
এ কী কাণ্ড! এ তো আমারই
                    জীবন!
আশ্চর্য!


সিউলে

দূর সমুদ্রের বুকে আলো জ্বলে, নেভে
আমি একাকী তাকাই নিচে
             স্পন্দমান ফুলের ভঙ্গিতে
দাঁড়ি, কমা ভেসে গেছে জীবনে যাদের
তারা সমুদ্রের জলে নেমে এখন মাছ ধরতে লেগেছে
সিউলে রাতে আমার গ্রামের ছবি ভাসে।


স্পর্শ

তোমার রাত একটি চাঁদে গিয়ে মিশেছে
বাতাসে মিশেছে হাওরের গ্রাম
        এবং গ্রামবাসীর জীবন।
এতদূরের স্বপ্ন এখানকার স্বচ্ছজলে
        খণ্ডবিখণ্ড হয়
দেখে মোটেই বোঝা যায় না
এগুলো বর্তমান ভবিষ্যৎ আর
        অতীতের ভাঙচুর,
আর জল যেন তোমার চোখ।


বার্ধক্য

বৃষ্টির আর একটা ফোঁটাও
                 তোমার প্রাপ্য নয়,
        ফুলের মোলায়েম পার্শ্ব
প্রাপ্য নয়, পাখির এক-আধটু ডাকও।

তাই ফিরে যাচ্ছে আলো, মাঠের দৃশ্য
আর থালায়-ভরা বিকেল।

তুমি এখন ঘুণের ভাস্কর্যে ঘুণ।
খবরদার, আর একতিল হাত বাড়িয়ো না কোথাও,
খবরদার।


সংসার

জেগে থেকে কার সঙ্গে যে জীবন কাটাই
আর ঘুমের মধ্যেই বা কার সঙ্গে
                        কে জানে?
একটা জনমই যেন পার করে দিলাম
                       অন্যমনষ্ক হয়ে।
স্তূপীকৃত ইচ্ছারা
                 ফুরফুরে বাতাসে
                           উড়ে যায়।
আমি পথের ধুলায় কুড়াই
                 ধুলা কুড়ানোর মানে।
আর কোথায়ই বা আছে এমন
ছাইভষ্ম কুড়াবার জায়গা।


তুমি কেমন করে

তুমি কেমন করে গলাগলি কর
                     আমার সঙ্গে
আমি হারিয়ে যাই কোনো প্রান্তরে।
ছেলেবেলার মাঠ উঠে আসে সামনে
আমি ডিঙিনৌকো, ঢেউয়ে ঢেউয়ে
                      ভাসতে থাকি
তোমার চোখের পাতায়।

/জেডএস/
সম্পর্কিত
প্রিয় দশ
দোআঁশে স্বভাব জানি
প্রিয় দশ
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়